খুলনা | বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

ফকিরহাটে শহিদ জিয়াউর রহমান স্মৃতি নাইট ক্রিকেটের উদ্বোধন

চুলকাঠি (বাগেরহাট) প্রতিনিধি |
১২:৫২ পি.এম | ০১ ডিসেম্বর ২০২৪


বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ বন্ধন যুবসংঘের আয়োজনে শহিদ জিয়াউর রহমান স্মৃতি ১৬ দলীয় ক্রীকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পিলজংগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি মীর মোশারেফ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন। বন্ধন যুব সংঘের সভাপতি জামাল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা কৃষকদলের সভাপতি আবু সুফিয়ান। যুব সংঘের সাধারণ সম্পাদক সবুজ কুমার দাশের সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, ইউনিয়ন বিএনপি যুগ্ম-আহবায়ক বারিক মোড়ল, বিএনপি নেতা বাবলু শেখ, যুবদল নেতা সুমন মোড়ল, আরব মলি­ক ও আল আমীন কবির মলি­কসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। 

্রিন্ট

আরও সংবদ