খুলনা | বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

সাত পদের বিপরীতে ২১ প্রার্থী

রূপসার নৈহাটী বাজার বণিক সমিতির নির্বাচন আজ

নিজস্ব প্রতিবেদক |
০১:২০ পি.এম | ০১ ডিসেম্বর ২০২৪


রূপসার নৈহাটী বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আজ শনিবার। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটার সংখ্যা রয়েছে ২১৯ জন। সাতটি পদের বিপরীতে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনে সভাপতি পদে শাহ জামান প্রিন্স, মোঃ হালিম মোড়ল, ইঞ্জিনিয়ার মোঃ জাহিদুল ইসলাম, সহ-সভাপতি পদে মোঃ সাব্বির শেখ, ইব্রাহিম হোসেন হিবু, মোঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক পদে মুহাঃ মুক্তাদির বিল্লাহ, মীর জাকির হোসেন, আব্দুস সালাম মলি­ক, মোঃ ইসলাম ফকির, মোঃ রেজওয়ান শেখ, দিপঙ্কর সাহা, সহ-সাধারণ সম্পাদক পদে এস এম মিকাইল হোসেন, মোঃ মারুফ বিল্লাহ, মোঃ তরিকুল ইসলাম তরিক, কোষাধ্যক্ষ পদে মোঃ রাশেদুজ্জামান রাকিব, মোঃ হাসিব মোল্লা, আব্দুল হাকিম সরদার, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ওমর ফকির ও মোঃ ফেরদাউস প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া প্রচার সম্পাদক পদে একাধিক প্রার্থী না থাকায় মোঃ রনি বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আব্দুল কাদের শেখ প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু, মোঃ আসলাম শেখ ও মোঃ বেল­াল হোসেন। 
 

্রিন্ট

আরও সংবদ