খুলনা | বৃহস্পতিবার | ২৩ জানুয়ারী ২০২৫ | ৯ মাঘ ১৪৩১

রূপসা প্রেসক্লাবের শোক

আজকের সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু সাঈদের পিতার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক ও রূপসা প্রতিনিধি |
০১:২৬ পি.এম | ০১ ডিসেম্বর ২০২৪


দৈনিক আজকের সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং রূপসা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এস এম আবু সাঈদ এর পিতা রূপসার নৈহাটী গ্রামের বাসিন্দা এস এম আব্দুস সোবহান (৮৮) গত বৃহস্পতিবার দিবাগত রাত ৪টা ৪০ মিনিটে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল­াহি ওয়াইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল­াহর এবং আমরা আল­াহর কাছে ফিরে যাব)।  
মরহুমের প্রথম নামাজে জানাজা গতকাল শুক্রবার বাদ জুম্মা কিসমত খুলনা সম্মিলিত ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। পরে পূর্ব রূপসাস্থ বাগমারা দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। প্রথম নামাজে জানাজায় ইমামতি করেন নৈহাটী বাতুন নূর জামে মসজিদের ঈমাম মাওলানা তৌহিদুল ইসলাম কচি। দ্বিতীয় নামাজে জানাজায় ইমামতি করেন মরহুমের নাতি হাফেজ ফাতিন ফুয়াদ। এ সময় জানাজা নামাজে উপস্থিত ছিলেন বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা আজিজুল বারী হেলাল, সাবেক জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু, খাঁন জুলফিকার আলী জুলু, মোল­া খায়রুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, জিএম কামরুজ্জামান টুকু, বটিয়াঘাটা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু বকর মোল­া,  নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ, সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী, বাগমারা আল-আকসা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা এইচ এম মিজানুর রহমান, প্রিয়াম এক্সপোর্ট লিঃ চেয়ারম্যান আকতার হোসেন খান, ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের, সুন্দরবন পশ্চিম বন বিভাগের ফরেস্ট রেঞ্জার ফজলুল হক, রূপসা বাগেরহাট বাস-মিনিমাস মালিক সমিতি আহবায়ক মোঃ মহিউদ্দিন শেখ, সদস্য মোল­া আনোয়ারুর ইসলাম, রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান, রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবলু, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী, বাগমারা দারুস সালাম জামে মসজিদের খতিব মুফতি আনিসুর রহমান, রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম তোতা, পূর্ব রূপসা বাজার বণিক সমিতির আহবায়ক মীর ফিরোজ, সদস্য সচিব খায়রুল ইসলাম খোকন, বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন শেখ, শ্রমিকদল নেতা ইউনুস গাজী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য মোঃ নাজিম উদ্দিন, নৈহাটি ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোঃ মহিউদ্দিন, সেক্রেটারি মোঃ আজিম উদ্দিন, নায়েবে আমির মোহাম্মদ মুজিবুর রহমান, রূপসা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল কাদের শেখ, সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, সাবেক সহ-সাধারণ সম্পাদক আল মাহমুদ প্রিন্স, সদস্য আবু হারুনার রশিদ, মোঃ মোস্তাফিজুর রহমান, হাসানুজ্জামান মনি, নাঈমুজ্জামান শরীফ, তুরান মলি­ক, ফরেস্ট গার্ড মোঃ মনির হোসেন। এছাড়া সাংবাদিক আবু সাঈদের পিতাকে তার বাড়িতে দেখতে যান রূপসা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, চিত্তরঞ্জন সেনসহ সকল শ্রেণি-পেশার মানুষ। 
শোক : আব্দুস সোবহানের মৃত্যুতে গভীর ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন রূপসা প্রেসক্লাব নেতৃবৃন্দ।  বিবৃতিদাতারা হলেন ক্লাবের উপদেষ্টা সদস্য মোঃ আনোয়ার হোসেন, মুহাঃ সামছুজ্জামান শাহীন, সভাপতি এস এম মাহবুবুর রহমান, সহ-সভাপতি আব্দুল কাদের শেখ, সাধারণ সম্পাদক খান আঃ জব্বার শিবলী, সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু, সাইফুল ইসলাম বাবলু, সাবেক সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, সহ-সাধারণ সম্পাদক এম এ আজিম, কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম কচি, সাংগঠনিক সম্পাদক এমডি অলিদ শেখ, প্রচার ও দপ্তর সম্পাদক তরিকুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।

্রিন্ট

আরও সংবদ