খুলনা | বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

মোরেলগঞ্জে দিনমজুরের বসতঘর পুড়ে ছাই, ৭ লাখ টাকার ক্ষতি

মোরেলগঞ্জ প্রতিনিধি |
০৩:৩৫ এ.এম | ০২ ডিসেম্বর ২০২৪


বাগেরহাটের মোরেলগঞ্জে এক দিনমজুরের বসতঘর পুড়ে ছাই হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের পশ্চিম চিপাবারইখালী গ্রামের মন্টু মন্ডলের ছেলে সবুজ মন্ডলের বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে কমপক্ষে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে সবুজ মন্ডল দাবি করেছেন। থানার ওসি মোঃ রাকিবুল হাসান শনিবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 
সবুজ মন্ডল বলেন, ঘটনার রাতে ওই ঘরে কোন লোজন ছিলোনা। চার মাস ধরে সে পরিবারের সদস্যদের নিয়ে ধারসাগর গ্রামে শ্বশুর বাড়িতে অবস্থান করছিলো। কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। তবে, মাদকাসক্তরা ঘরের মূল্যবান মালামাল চুরি করে আগুন লাগিয়ে দিতে পারে বলে স্থানীয়রা ধারনা করছেন। থানার ওসি বলেন, ঘটনার তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

্রিন্ট

আরও সংবদ