খুলনা | বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জেলা শাখার দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি |
০৫:০২ এ.এম | ০২ ডিসেম্বর ২০২৪


বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার প্রধান উপদেষ্টা ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক লিয়াকত আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনিসহ প্রয়াত সকল সম্পাদক, সাংবাদিক ও ফটো সাংবাদিকদের স্মরণে সংগঠনের উদ্যোগে শনিবার খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে দোয়া অনুষ্ঠিত হয়। 
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলার সভাপতি এম এ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রবিউল গাজী উজ্জলের সঞ্চালনায় দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক এনামুল হক, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী সনি, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টন, দৈনিক সময়ের খবর পত্রিকার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, দৈনিক প্রবর্তন পত্রিকার সম্পাদক মোস্তফা সারোয়ার, দৈনিক আমার একুশ পত্রিকার সম্পাদক আতিয়ার পারভেজ, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার নির্বাহী সম্পাদক আহমদ আলী খান, বিএফইউজে’র সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, দৈনিক খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) এর সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দিন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) এর কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, খুলনা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য কৌশিক দে বাপ্পী, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এড. মোঃ বাবুল হাওলাদার, আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, সংগঠনের সাবেক সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, আনোয়ারুল ইসলাম কাজল, সহ-সভাপতি এম এম মিন্টু, কোষাধ্যক্ষ মানজারুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মোঃ সোহেল রানা, নির্বাহী সদস্য বাপ্পী খান, হেলাল মোল্লা। এছাড়াও দোয়া অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্যবৃন্দ, খুলনায় কর্মরত গণমাধ্যম কর্মী, বিভিন্ন সংগঠন ও নাগরিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ