খুলনা | বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

স্পিডবোট দুর্ঘটনা : নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

খবর প্রতিবেদন |
০৭:৪৩ পি.এম | ০২ ডিসেম্বর ২০২৪


কীর্তনখোলা নদীতে স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা।

রোববার (৮ ডিসেম্বর) সকালে কীর্তনখোলা নদীর বেলতলা পয়েন্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তারা হলেন, স্পিডবোট চালক আল আমিন, ভোলা সদরের বাসিন্দা ইমরান ও পটুয়াখালীর কলাপাড়ার বাসিন্দা রাসেল সিকদার।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশালের নদী ফায়ার স্টেশনের লিডার শেখ মো. নজরুল ইসলাম বলেন, সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে একই নদীর পৃথক তিনস্থান থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়েছে। এখনো সজল দাস নামে একজনের মরদেহ পাওয়া যায়নি।

তিনি বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। নিখোঁজ ব্যক্তির সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে কীর্তনখোলা নদীর চরমোনাই এলাকায় স্পিডবোট ও বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে যাত্রীসহ স্পিডবোট ডুবে যায় । দুর্ঘটনায় নৌ পুলিশের সদস্য বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে বাল্কহেডের চালককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

্রিন্ট

আরও সংবদ