খুলনা | বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

শাহরুখ-সালমান-আমিরকে দেখা যাবে এক সিনেমায়

খবর বিনোদন |
০৭:৫৬ পি.এম | ০২ ডিসেম্বর ২০২৪


জনপ্রিয়তায় কেউ কারও চেয়ে কম না। যেমন শাহরুখ, সালমান তেমনই আমির খান। গোটা বলিউড যেন তাদের হাতের মুঠোয়। তাদের অনুরাগীদের অনেকের ধারণা এই তিন খান যদি একসঙ্গে পর্দায় হাজির হন তবে খান খান হয়ে যাবে বি-টাউনের সকল রেকর্ড। বিষয়টি উঠে এসেছে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনেও।

চলতি বছরের শুরুতে এ প্রসঙ্গে নেটফ্লিক্সের দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে আমির বলেছিলেন, ‘কয়েক দিন আগে শাহরুখ ও সালমানের সঙ্গে আমার দেখা হয়েছে। তাঁদের বলেছি, এত বছর ধরে আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমার মনে হয়, একসঙ্গে আমাদের অন্তত একটা সিনেমা করা উচিত। এটা না করলে দর্শকদের সঙ্গে অবিচার করা হবে।’

চলমান সৌদি আরবের রেড সি ফিল্ম ফেস্টিভ্যালেও এমন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আমিরকে। প্রশ্নোত্তর পর্বে সৌদির এক নারী দর্শক আমিরকে একই প্রশ্ন করেন, ‘বলিউডের তিন খানকে কি আসলেই একসঙ্গে দেখা যাবে? আপনারা এতটা সময় নিচ্ছেন কেন?’ প্রশ্ন শুনেই হেসে ওঠেন আমির। যেন এ প্রশ্নের জন্যই অপেক্ষা করছিলেন।

উত্তরে আমির বলেন, ‘মাস ছয়েক আগে শাহরুখ, সালমান ও আমি একসঙ্গে ছিলাম। তখন আমিই প্রথমে এটা নিয়ে কথা বলি। এ বিষয়ে তারাও খুব আগ্রহী। আশা করছি, শিগগিরই সিনেমাটি হবে। তবে এটার জন্য ভালো গল্প লাগবে। আমরা সে রকম চিত্রনাট্যের অপেক্ষায় আছি।’

্রিন্ট

আরও সংবদ