খুলনা | বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

মোরেলগঞ্জে নারীসহ ৪ মাদকসেবি আটক

মোরেলগঞ্জ প্রতিনিধি |
০৮:৩৩ পি.এম | ০২ ডিসেম্বর ২০২৪


বাগেরহাটের মোরেলগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ যুবককে ৬ মাস করে কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, পৌরসভার বারইখালী গ্রামের সালমান মুন্সি (২০), জিউধরা গ্রামের সুমন গাজী (২৭) ও গুলিশাখালী গ্রামের নজরুল গাজী(৩০)। শনিবার রাত ১০ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম এদেরকে কারাদন্ড দিয়ে পুলিশে সোপর্দ করেন।

এর আগে স্থানীয় সেনাক্যাম্পের একটি টহল দল বয়রাতলা এলাকা থেকে ওই তিন যুবককে হাতেনাতে আটক করে ভ্রাম্যমান আদালতে তোলেন। এ ছাড়াও সেনাবাহিনীর টহল দল বয়রাতলা এলাকার লুইজা রহমান টুম্পা (৩৪) নামে এক নারীকে ফেন্সডিলসহ আটক করে থানা পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে থানার ওসি মো. রাকিবুল ইসলাম বলেন, দন্ডপ্রাপ্ত ৩ যুবক ও ফেন্সিডিলসহ আটক নারীকে রবিবার বেলা ১১ টার দিকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।

্রিন্ট

আরও সংবদ