খুলনা | বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

সবচেয়ে কম বলে ভারতের বিপক্ষে জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার

ক্রীড়া প্রতিবেদক |
০৯:১৭ পি.এম | ০২ ডিসেম্বর ২০২৪


ঘরের মাঠে বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম ম্যাচেই বিশাল ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া। ২৯৫ রানের সেই হারে ভারতের বিপক্ষে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে অজিরা। তবে দ্বিতীয় ম্যাচ দিয়েই দারুণ প্রত্যাবর্তন করেছে স্বাগতিকরা। ২০ বলে ১৯ রানের লক্ষ্য পেরিয়ে ১০ উইকেটের বড় জয় পায় প্যাট কামিন্সের দল।

অ্যাডিলেডে দিবারাত্রির এই টেস্টে প্রথম দিন থেকেই আধিপত্য করেছে অস্ট্রেলিয়া। ব্যাটে-বলে দুই বিভাগে দাপুটে পারফর্ম করে দারুণ এক রেকর্ডও গড়েছে অজিরা।

অ্যাডিলেডে দুই দলের ম্যাচটি শেষ হয়েছে আড়াই দিনেরও কম সময়ে। তৃতীয় দিনের প্রথম সেশনেই জয় পায় অজিরা। সব মিলিয়ে এ ম্যাচে খেলা হয়েছে ১০৩১ বল। অস্ট্রেলিয়া-ভারতের দ্বিপক্ষীয় লড়াইয়ে সবচেয়ে কম বল মাঠে গড়ানোর রেকর্ড এটি।

এর আগে ভারত-অস্ট্রেলিয়া টেস্টে সবচেয়ে কম বলের রেকর্ডটি ছিল ১১৩৫ বলের। ২০২৩ সালের ইন্দোর টেস্ট শেষ হয়েছিল ১১৩৫ বল।

অ্যাডিলেড টেস্টে প্রথম ইনিংসে ভারতকে ১৮০ রানে অল আউট করার পর ৩৩৭ রান করে স্বাগতিকরা। এরপর দ্বিতীয় ইনিংসে ভারত ১৭৫ রানে অল আউট হলে ১৯ রানের লক্ষ্য দাঁড়ায় অস্ট্রেলিয়ার যা ২০ বলেই পেরিয়ে যান অজিদের দুই ওপেনার উসমান খাজা ও ন্যাথান ম্যাকসুয়েনি।

্রিন্ট

আরও সংবদ