খুলনা | বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

ভারতের দুঃস্বপ্নের মতো দিন, একদিনে তিনবার হার

ক্রীড়া প্রতিবেদক |
০৪:৪৩ এ.এম | ০৩ ডিসেম্বর ২০২৪


এবারের সুপার সানডেটা ভুলে যেতেই চাইবে ভারতীয় ক্রিকেট সমর্থকরা। এক দিনেই তিন তিনবার হারের সাক্ষী হলো ভারতীয় ক্রিকেট। এ্যাডিলেডে দিবারাত্রীর টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ভরাডুবির পর অজি মেয়েদের বিপক্ষে ওয়ানডেতে হেরে গেছে ভারতীয় নারী ক্রিকেট দলও। সর্বশেষ দুবাইতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের কাছে হেরেছে ভারতের যুবারা। 
ভারতের দুঃস্বপ্নময় রোববারের শুরুটা হয়েছিল অস্ট্রেলিয়ার এ্যাডিলেডে। গোলাপি বলের টেস্টে ভারত যে হারবে তা আগের দিনই অনেকটা পরিস্কার হয়ে গিয়েছিল। সেই আশঙ্কাই সত্যি হয় শেষ পর্যন্ত। স্বাগতিক দলের বিপক্ষে ১০ উইকেটে হেরে গেছেন রোহিত শর্মারা। 
সুপার সানডেতে দ্বিতীয় দফায় ভারতীয় সমর্থকরা দুঃসংবাদটা পান সেই তাসমান পাড়ের অস্ট্রেলিয়া থেকেই। মেয়েদের দ্বিপাক্ষিক একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ১২২ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩৭১ রানের পাহাড় গড়েছিল স্বাগতিক মেয়েরা। ভারতের ইনিংস শেষ হয়ে যায় ২৪৯ রানে। 
২০২১ সালের আসরেও ভারতের কাছে হেরেই সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে।সেই হারের হিসেব গত আসরেই ভারতকে বুঝিয়ে দিয়েছিল শেষ চারের লড়াই থেকে বিদায় করে। আর এবার টুর্নামেন্টটির ফাইনালে ভারতকে প্রথম হারের স্বাদ দিলো বাংলাদেশ। 
প্রসঙ্গত, টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪৯.১ ওভারে অলআউট হওয়ার আগে করতে পেরেছিল ১৯৮ রান। এই রানটাই ভারতের জন্য পাহাড়সম হয়ে যায় বাংলাদেশের পেসারদের দাপটে। ভারত ৩৫.২ ওভারে অলআউট হওয়ার আগে করতে পেরেছে ১৩৯ রানে।

্রিন্ট

আরও সংবদ