খুলনা | বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

শ্যামনগরে বহু বিবাহের হোতা প্রতারক মিজান গ্রেফতার

শ্যামনগর প্রতিনিধি |
০৫:১৭ এ.এম | ০৩ ডিসেম্বর ২০২৪


সাতক্ষীরার শ্যামনগরের বহু বিবাহের হোতা মিজানুর রহমান ওরফে মিজান পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। সে হাওয়াল ভাংগী গ্রামের মৃত আবু সুফিয়ান সরদারের পুত্র। 
জানা গেছে গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরে গাড়ি চালক পদে চাকুরি করে মিজান। চাকুরির সুবাদে ৯টি বিয়ে ও কয়েক কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ রয়েছে মিজানুর রহমানের বিরুদ্ধে। গত ৭ ডিসেম্বর দিবাগত রাতে পরিবহন যোগে ঢাকায় পালাতে গিয়ে খানপুর বাসস্ট্যান্ড থেকে থানা পুলিশ মিজানুরকে গ্রেফতার করে। ৭ম স্ত্রী খুলনার সোনাডাঙ্গা থানাধীন সেকেন্দোর আলীর কন্যা সুমাইয়া আকতার খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-৩ এ মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। এরই প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। মিজানুরকে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 
স্থানীয়রা জানান, মিজানুর রহমান গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের গাড়ির চালক হিসেবে চাকুরির সুবাদে কয়েকটি পরিবহন, ৪টি মাইক্রো, ঢাকায় ফ্লাট, সাতক্ষীরা সদরে জমি ও শ্যামনগরে জমি ক্রয়সহ বিল্ডিং করেছেন। নামে বেনামে কয়েক কোটি টাকা ব্যাংক ও বিভিন্ন ব্যক্তির কাছে রাখার অভিযোগ আছে। যথাযথ তদন্ত করলে তার অবৈধ সম্পদের পাহাড় খুঁজে বের করা সম্ভব হবে। তার বিরুদ্ধে ১২টির বেশি মামলা ও অভিযোগ রয়েছে। 
গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আরেফিন বাদল জানান, মিজানুর রহমানের গ্রেফতারের বিষয়ে অফিসিয়ালি ভাবে তিনি জানতে পারেননি। শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মোল­া হুমায়ূন কবির জানান, মিজানুরকে গ্রেফতার করে সোনাডাঙ্গা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। তবে মিজানুর রহমান জানান, তিনি প্রতারণার স্বীকার হয়েছেন। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

্রিন্ট

আরও সংবদ