খুলনা | বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

খোঁজ নেয়নি কেউ, ছিল না কোন আয়োজন

নিরবে পার হলো রূপসা উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুর মৃত্যুবার্ষিকী

রূপসা প্রতিনিধি |
০৫:১৮ এ.এম | ০৩ ডিসেম্বর ২০২৪


গতকাল ছিল রূপসা উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি, খুলনা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রূপসা উপজেলার কাজদিয়া গ্রামের কৃতি সন্তান শেখ মোরশেদুল হক মঞ্জুর শাহাদাৎবার্ষিকী। ১৯৯৭ সালের ৮ ডিসেম্বর খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। এদিকে দিবসটি পার হলেও দলীয়ভাবে বিএনপি’র কোন কর্মসূচি নিতে দেখা যায়নি।   
মোরশেদুল হক মঞ্জু একাধারে ছিলেন সমাজসেবক,  ক্রীড়ামোদী ব্যক্তিত্ব এবং জনবান্ধব নেতা। রাজনীতির পাশাপাশি  তিনি  কাজদিয়া  সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের  সভাপতি, রূপসা ইউসিসি-এ লিমিটেড-এর চেয়ারম্যান এবং পূর্ব রূপসা ঘাট মাঝি ইউনিয়নের উপদেষ্টা হিসাবে সুনামের সাথে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তিনি ব্যক্তি জীবনে ছিলেন সদালাপী, পরোপকারী, নির্লোভ ও নিরহংকারী  মানুষ। সকল উন্নয়ন মূলক কর্মকান্ডে দলমত নির্বিশেষে নেতৃত্ব দিতেন এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে থেকে সর্ব শ্রেণি পেশার মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন। তবে বিএনপি’র মঞ্জু নামেই তিনি সমাধিক পরিচিত ছিলেন। মৃত্যুর আগের দিন পর্যন্ত সততা নিয়ে সাদামাটা জীবন যাপন করতেন তিনি। প্রয়াত এ নেতার রয়েছে দু’টি পুত্র এবং একটি কন্যা সন্তান। 

্রিন্ট

আরও সংবদ