খুলনা | বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

মেয়েকে নিয়ে প্রকাশ্যে এলেন দীপিকা

খবর বিনোদন |
১০:৩৫ পি.এম | ০৪ ডিসেম্বর ২০২৪


৮ সেপ্টেম্বর মা হন দীপিকা পাডুকোন। এর প্রায় মাস দুয়েক পর দীপাবলিতে মেয়ের নূপুর পরা এক জোড়া পায়ের ছবি দেন সোশ্যাল মিডিয়ায়। এবার মেয়েকে নিয়ে প্রকাশ্যে এলেন নায়িকা।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী বেঙ্গালুরু থেকে ফেরার সময় মুম্বাই বিমানবন্দরে মেয়েকে কোলে নিয়ে দেখা গেছে দীপিকাকে। এ সময় নায়িকাকে দেখেই ঘিরে ধরেন পাপারাজ্জিরা। তবে কোনোভাবেই মেয়ের মুখ দেখাননি তিনি।

এ সময় দীপিকার পরনে ছিল লম্বা লাল ম্যাক্সি ড্রেস। চেনা কায়দায় বাঁধা খোঁপা। চোখে রোদচশমা। দোয়াকে কোলে আগলে নিয়ে মুম্বাই বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে উঠলেন অভিনেত্রী।

এর আগে দিলজিতের বেঙ্গালুরুর শোয়ে দেখা যায় দীপিকাকে। সেসময় মেয়ে সঙ্গে ছিল না। তার পরনে ছিল ঢিলেঢালা ডেনিম প্যান্ট ও ঢিলেঢালা টিশার্ট। খোলা চুল। গয়না বলতে কানে দুল ও হাতে ঘড়ি।

জানা গেছে, সম্ভবত ২০২৫ সালের মার্চ পর্যন্ত মাতৃত্বকালীন ছুটিতে আছেন তিনি। ছুটির পর ফের ‘কল্কি ২৮৯৮ এডি’ সিক্যুয়েলের কাজ শুরু করবেন।

্রিন্ট

আরও সংবদ