খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

উপাচার্যের শোক প্রকাশ

খুবির ভাস্কর্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক সাদী ভূঁঞার ইন্তেকাল

খবর বিজ্ঞপ্তি |
০৯:০২ এ.এম | ০৫ ডিসেম্বর ২০২৪


খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোঃ শেখ সাদী ভূঁঞা মঙ্গলবার ভোরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনিজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম শেখ সাদী ভূঁঞার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ভাস্কর্য ডিসিপ্লিন প্রধান মোঃ আমিনুল ইসলাম এবং সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
মঙ্গলবার বাদ জোহর খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের পূর্বে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ভাস্কর্য ডিসিপি¬ন প্রধান মোঃ আমিনুল ইসলাম ও পরিবারের পক্ষে মরহুমের শ্যালক বক্তৃতা করেন। পরে বাদ আছর নগরীর ইকবালনগর বড় মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হবে।
বাসদের শোক প্রকাশ : বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা কমিটির আহŸায়ক কমরেড জনার্দন দত্ত নান্টু এবং সদস্য সচিব কমরেড কোহিনুর আক্তার কনা এক যুক্ত বিবৃতিতে প্রগতিশীল শিক্ষক ফোরাম খুলনা জেলা শাখার অন্যতম সংগঠক, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের শিক্ষক, ’৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্রনেতা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতা, লেখক গবেষক ভাস্কর শেখসাদী ভ‚ঁঞার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শেখসাদী ভ‚ঁঞা সারাজীবন একটি শোষণ-বৈষম্যহীন সমাজ নির্মাণের স্বপ্ন দেখেছেন এবং শিল্পমাধ্যমে সেই লক্ষ্যে নিজের সাধ্যমতো ভ‚মিকা রাখার চেষ্টা করেছেন। দেশের নানা সংকটে তিনি রাজপথের কর্মসূচিতেও শামিল হতেন। 

্রিন্ট

আরও সংবদ