খুলনা | বৃহস্পতিবার | ১৫ মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২

২০৩০ বিশ্বকাপের আয়োজক তিন দেশ, ২০৩৪ সালে হবে সৌদি আরবে

ক্রীড়া প্রতিবেদক |
১১:১৫ এ.এম | ০৬ ডিসেম্বর ২০২৪


অনেকটা নিশ্চিত হয়েই ছিল। অবশেষে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে এলো আনুষ্ঠানিক ঘোষণা। ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হয়েছে সৌদি আরব। ২০৩০ সালের আসরটির যৌথ আয়োজক হয়েছে মরক্কো, স্পেন ও পর্তুগাল। 
অন্যদিকে এক যুগ পর আবারও মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। ২০৩৪ সালে আসরটি আয়োজন করবে সৌদি আরব। এর আগে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজন করে কাতার। ২০২২ সালে অনুষ্ঠিত আসরের রোমাঞ্চকর ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। দুই আসর বাদে বিশ্বকাপের মঞ্চ আবারও বসতে যাচ্ছে এশিয়ায়।
সভায় আয়োজকদের নাম ঘোষণা করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো আগামী আসরে (২০২৬) অংশ নেবে ৪৮ দল। একই সংখ্যক দল নিয়ে ২০৩৪ বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরবও। পাঁচ শহরের (রিয়াদ, জেদ্দা, খোবার, আভা ও নেয়ম) ১৫টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।  
উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ হতে পারে রিয়াদের কিং সালমান স্টেডিয়ামে। ৯২ হাজার আসন সংখ্যক স্টেডিয়ামটির নির্মাণ কাজ চলছে।
২০২৩ সালেই ফিফা ঘোষণা করেছিল ২০৩৪ সালের আসরটি এশিয়া কিংবা ওশেনিয়া অঞ্চলে হবে। কিন্তু এশিয়ান ফুটবল কনফেডারেশন তখন থেকেই সৌদি আরবের পক্ষে নিজেদের সমর্থন দিয়ে গেছে। যৌথভাবে আয়োজনের জন্য নাম উঠেছিল অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার। কিন্তু পরে যৌথ বিডটা বাদ পড়ে। তাছাড়া ফিফা ২০২৩ সালেই জানিয়েছিল, দুটি আসরে বিড হবে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ফলে এই দুই আসরে সম্ভাব্য আয়োজকদের নিয়ে সংশয়ের অবকাশ ছিল না। 
ফিফা কংগ্রেসের সভায় ভোটাভুটির পরই আনুষ্ঠানিকভাবে নাম চূড়ান্ত হয়েছে। ফিফার ২১১ সদস্য দেশের প্রতিনিধি ভার্চুয়াল সভায় যোগ দিয়েছিলেন। 
সভায় আরও সিদ্ধান্ত হয় ২০৩০ সালের আসরে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে। মূলত টুর্নামেন্টের শতবর্ষ উপলক্ষে সেটি স্মরণীয় করতেই এই বিশেষ আয়োজন। বৈশ্বিক টুর্নামেন্টটি প্রথমবার আয়োজিত হয়েছিল ১৯৩০ সালে। যার আয়োজক ছিল উরুগুয়ে। তখন আর্জেন্টিনা, স্পেনেও টুর্নামেন্ট হয়েছিল।

্রিন্ট

আরও সংবদ