খুলনা | বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

তারেক রহমান দেশে ফিরবেন কবে, জানালেন ফখরুল

খবর প্রতিবেদন |
০২:৩২ এ.এম | ০৭ ডিসেম্বর ২০২৪


মামলা শেষ হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর পৌনে একটায় শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এর আগে বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নেতাকর্মীদের ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। যে বিজয় এসেছে তা রক্ষা করার নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে বলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম যে মন্তব্য করেছেন এর জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমি জানি না উনি এমন বক্তব্য কীজন্য করেছেন। কিন্তু ওনার এমন বক্তব্য রাজনৈতিক বিরোধী। আমি আশা করি না ওনারা এই ধরনের বক্তব্য দেবেন। রাজনৈতিক দলগুলো সব সময় এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে এবং একটি উদ্দেশ্য রয়েছে সেটা হচ্ছে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। যেটার জন্য গত ১৫ বছর ধরে আমরা লড়াই করছি।

মির্জা ফখরুল বলেন, সংস্কার নয়, নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে বিএনপি এমন ধারনা ভুল। বিএনপি দুই বছর আগেই সংস্কার প্রস্তাব  দিয়েছে। নূন্যতম সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। বাংলাদেশে যেসব সমস্যা সৃষ্টি হয়েছে তা নির্বাচিত সরকার ছাড়া মোকাবেলা করা চ্যালেঞ্জিং।

গত ৩০ নভেম্বর স্ত্রীর চিকিৎসাসহ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডন যান মির্জা ফখরুল। সেখানে তিনি যুক্তরাজ্য বিএনপি আয়োজিত একটি সমাবেশে বক্তব্য দেন। এছাড়া যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও যুক্তরাজ্যের বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গেও মতবিনিময় করেন।

্রিন্ট

আরও সংবদ