খুলনা | বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

১৩ মাসের মাঝে দ্বিতীয়বার অবসরের ঘোষণা ইমাদ ওয়াসিমের

খবর প্রতিবেদন |
০৮:২৯ এ.এম | ০৮ ডিসেম্বর ২০২৪


পাকিস্তানের ক্রিকেটে কখন কি হয় তা যেন কেউই নিশ্চিত করে বলতে পারবে না। আইসিসির কোনও ইভেন্ট অথবা কোনও সিরিজের শেষে বা আগে হঠাৎ করেই পিসিবিতে যেন রদবদলের ঝড় শুরু হয়। এসবের মাঝে পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে আলোচিত নাম ইমাদ ওয়াসিম অবসর ভেঙে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফেরেন জাতীয় দলে।

১৩ মাসের মাঝে আবর দ্বিতীয়বার ঘোষণা দিলেন অবসরের। এর আগে গত বছর ২৪ নভেম্বর অবসরের ঘোষণা দেন তিনি। জাতীয় দলে ফেরার এক বছর হতে না হতেই আজ আবার নিজেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই পাকিস্তানি তারকা।

২০১৭ চ্যাম্পিযন্স ট্রফি জয়ের অন্যতম কারিগর ইমাদ বলেছেন, ‘বিশ্বমঞ্চে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করা ছিল আমার জীবনের সর্বোচ্চ সম্মানের। সবুজ জার্সি পরার প্রতিটি মুহূর্ত অবিস্মরণীয় ছিল। আপনাদের অকৃত্রিম ভালোবাসা ও আবেগ ছিল আমার জন্য শক্তি। উত্থান থেকে পতন, প্রতিটি সময় আপনাদের উৎসাহ আমাকে আমার দেশের জন্য সেরাটা দিতে অনুপ্রাণিত করেছে।’

তিনি আরও বলেছেন, ‘এই অধ্যায় শেষ হলেও আমি ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবো। নতুনভাবে আপনাদের সবাইকে বিনোদন দিবো। সবকিছুর জন্য ধন্যবাদ, পাকিস্তান।’

গত বছর অবসরের পর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসরে অসাধারণ পারফরম্যান্স করে নজর কেড়ে থাকেন ইমাদ। এতে করে ২০২৪ টি-টোয়েন্ট বিশ্বকাপের আগে ইমাদকে আবারও পাকিস্তান দলে ফেরানো হয়।  জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেন তিনি। বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পর আর কখনও নির্বাচকদের ডাক পাননি ইমাদ।

্রিন্ট

আরও সংবদ