খুলনা | বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত কবি হেলাল হাফিজ

খবর প্রতিবেদন |
০৯:৪১ এ.এম | ০৯ ডিসেম্বর ২০২৪


সর্বস্তরের মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন প্রেম ও দ্রোহের কবি খ্যাত হেলাল হাফিজ।

আজ শনিবার (১৪ ডিসেম্বর) বাংলা একাডেমি ও জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে দুই দফায় জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে বিকেলে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

সকালে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমসহ অনেকেই। জানাজায় ইমামতি করেন কবির ভাই দুলাল আবদুল হাফিজ। জানাজা শেষে প্রয়াত হেলাল হাফিজের প্রতি বিভিন্ন পর্যায়ের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে কবির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এরপর সেখান থেকে মরদেহ নেওয়া হয় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে। বাদ জোহর সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং কবি, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের মানুষ। জানাজা শেষে হেলাল হাফিজের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্তানে। সেখানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগের সুপার হোস্টেলের ওয়াশরুমের দরজা খুলে কবি হেলাল হাফিজকে পড়ে থাকতে দেখেন হোস্টেলের অন্যান্যরা। ওয়াশরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন তিনি। এরপর বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

্রিন্ট

আরও সংবদ