খুলনা | বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

সীমান্তে বিজিবি’র অভিযানে প্রায় সাড়ে চার লক্ষ টাকার চোরাচালানী পণ্য আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০৫:১৭ পি.এম | ০৯ ডিসেম্বর ২০২৪


সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় সাড়ে চার লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি সদস্যরা। শনিবার সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ পদ্মশাখরা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির সীমান্ত এলাকায়  অভিযান পরিচালনা এসব ভারতীয় মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির একটি আভিযানিক দল সদর থানার কপালিপাড়া নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ, কাকডাঙ্গা বিওপির সদস্যরা কলারোয়ার গেড়াখালী খেয়াঘাট হতে ২০ বোতল ভারতীয় মদ, কাকডাঙ্গা বিওপির সদস্যরা পৃথক দুইটি অভিযানে কলারোয়ার গেড়াখালী খেয়াঘাট এবং বোয়ালিয়া মাঠ নামক হতে ৩ লক্ষ ৫৩ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ, থ্রী পিস এবং ভারতীয় চাদর আটক করে। 
এছাড়া, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়ার শ্মশানঘাট নামক স্থান হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে।  আটক মালামালের আনুমানিক মূল্য চার লক্ষ একুশ হাজার টাকা।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটারিয়নের লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলা হয়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে স্টোরে জমা হয়েছে।

্রিন্ট

আরও সংবদ