খুলনা | বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

ডিজিটাল স্ক্রিনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষে প্রচার

খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার অবরুদ্ধ অভিযুক্ত আইটি সরবরাহকারী আটক

নিজস্ব প্রতিবেদক |
০৬:১৩ পি.এম | ০৯ ডিসেম্বর ২০২৪


খুলনা রেলওয়ে স্টেশনের ডিজিটাল স্বাগত স্ক্রিনে নিষিদ্ধ সংগঠন ‘ছাত্রলীগ’র পক্ষে প্রচার করায় স্টেশন মাস্টারকে অবরুদ্ধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। এ সময় আইটি সরবরাহকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। রেল স্টেশনের স্ক্রিনে দেখানো হয়েছিল, ‘ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে, শেখ হাসিনা আবার আসবে, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’। মুহূর্তের মধ্যে উৎসুক জনতা দৃশ্যটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করলে ব্যাপক সমালোচনার ঝড় উঠে।
স্থানীয়রা আইটি সরবরাহকারী নগরীর সাহেবের কবরখানা এলাকার মোঃ আসলাম হোসেন সেন্টুকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
খুলনা স্টেশন মাস্টার মোঃ মাসুদ রানা বলেন, ‘সন্ধ্যায় স্লুইস দেবার কিচ্ছুক্ষণের মধ্যে আপত্তিকর লেখাটি জানতে পেরে ওয়েলকাম স্ক্রীনটি বন্ধ করতে নির্দেশ দিয়েছিলাম। পরে ওই স্ক্রীন সরবরাহকারীকে ডেকে এ ধরনের লেখা প্রদর্শনের কারণ দর্শানোর জন্য বলা হয়। এর মধ্যে স্থানীয়রা এসে ঘটনার প্রতিবাদ জানান। দীর্ঘ সময় জিআরপি পুলিশের সহায়তা চাইলেও তারা এগিয়ে আসেননি। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আসলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি-আইনগত ব্যবস্থা নেয়া হবে।
গতকাল রাত ১০টার দিকে এ প্রতিবেদন লেখার সময়ে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত স্টেশন মাস্টারকে অবরুদ্ধ ছাড়াও আইটি সরবরাহকারীকে পুলিশে সোপর্দ করেছিল ছাত্র-জনতা।
আইটি সরবারহকারী আটক আসলাম হোসেন সেন্টু বলেন, ‘ডিজিটাল স্ক্রীনটি আধুনিকায়ন করে এখনো কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়নি। আমার মোবাইলেই অ্যাপসের নিয়ন্ত্রণ ছিল। আমি নিজে এ ধরনের খেলা লিখিনি। তবে এটা হ্যাক বা যান্ত্রিক ত্র“টি হতে পারে’।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানান, বিজয় দিবসকে সামনে রেখে সুপরিকল্পিত ভাবে খুলনা রেল স্টেশনের মতো স্পর্শকাতর স্থানের প্রবেশ পথের ডিজিটাল স্ক্রিনে নিষিদ্ধ সংগঠনের প্রচারণা চালানো হয়েছে। এর দায় কোনো ভাবেই রেলওয়ে কর্তৃপক্ষ, রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট আইটি সরবরাহকারীরা এড়িয়ে যেতে পারে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতেই এ ধরনের অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযাগ তাদের।

্রিন্ট

আরও সংবদ