খুলনা | বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

খুুলনার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, উন্নয়ন কমিটির উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক |
০৬:৪৫ পি.এম | ০৯ ডিসেম্বর ২০২৪


মহানগরীতে একের পর এক সন্ত্রাসী তৎপরতা, কুপিয়ে রাজনৈতিক নেতা হত্যা, ডাকাতি, গোলাগুলি, সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া ও মাদক বিক্রেতাদের দৌরাত্ম বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। শনিবার সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এক বিবৃতি নেতৃবৃন্দ বলেন, গত চার মাস খুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি দৃশ্যমান হচ্ছে। নগরীর রূপসা, চাঁনমারি, লবণচরা, আড়ংঘাটা, দৌলতপুরসহ বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই অস্ত্রধারীদের মহড়ার খবর পাওয়া যাচ্ছে। গুলি করে কিংবা কুপিয়ে হতাহতের ঘটনাও ঘটছে। কিন্তু পুলিশের তৎপরতা দৃশ্যমান হচ্ছে না।
নেতৃবৃন্দ অবিলম্বে পুলিশকে সন্ত্রাসীদের প্রেফতারে তৎপর হওয়ারার আহŸান জানিয়েছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, শাহীন জামাল পন, অধ্যাপক মোঃ আবুল বাসার, এড. কুদরত-ই-খুদা, মিজানুর রহমান বাবু, মামনুরা জাকির খুকুমনি, এড. শেখ হাফিজুর রহমান হাফিজ, মিনা আজিজুর রহমান, মোঃ মনিরুল ইসলাম মাস্টার, এস এম আকতার উদ্দিন পান্নু, মোঃ খলিলুর রহমান, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, মোল্লা মারুফ রশীদ, অধ্যাপক মোঃ আযম খান, সমাজসেবা সম্পাদক মোঃ আব্দুস সালাম, ইঞ্জিনিয়ার রফিকুল আলম সরদার, এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, মতলুবুর রহমান মিতুল, অধ্যক্ষ রেহানা আখতার, রসু আক্তার, শেখ আব্দুস সালাম, শেখ গোলাম সরোয়ার, শেখ আবুল কাসেম, আফজাল হোসেন রাজু, সরদার রবিউল ইসলাম রবি, রকিব উদ্দিন ফারাজী, এস এম আসাদুজ্জামান মুরাদ, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ হায়দার আলী, মোঃ মিজানুর রহমান টিংকু এবং প্রমিতি দফাদার প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ