খুলনা | বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

হেফাজতে ইসলাম খুলনার কাউন্সিল

মহানগর সভাপতি মাওলানা সাখাওয়াত জেলার সভাপতি মাওলানা মোশতাক

খবর বিজ্ঞপ্তি |
০৬:৪৬ পি.এম | ০৯ ডিসেম্বর ২০২৪


হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার কমিটি গঠন উপলক্ষে শনিবার বিকেল ৩টায় খুলনা দারুল উলুম মাদ্রাসায় এক কাউন্সিল অধিবেশন হাফেজ মাওলানা মোশতাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন রব্বানী। বিশেষ অতিথি ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা আতাউল­াহ আমীন ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা বশির উল­াহ। 
অধিবেশনে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মহানগর সভাপতি নির্বাচিত হন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন ও জেলা সভাপতি নির্বাচিত হন হাফেজ মাওলানা মোশতাক আহমদ এবং মুফতী গোলামুর রহমানকে মহানগর সাধারণ সম্পাদক ও মুফতী আব্দুল­াহ ইয়াহইয়া জেলা সাধারণ সম্পাদক করে মহানগর ও জেলা  উভয় শাখায় ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। 
কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন খুলনার বিশিষ্ট উলামায়ে কেরাম এবং জেলা ও মহানগরের সকল থানার প্রতিনিধিগণ। কাউন্সিল অধিবেশনে জেলা ও মহানগর শাখার অন্তর্গত সকল উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।  

্রিন্ট

আরও সংবদ