খুলনা | শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১

সিকান্দারের টিজার আসছে ভাইজানের জন্মদিনে, নায়িকা রাশমিকা

খবর বিনোদন |
১১:৪৪ এ.এম | ১২ ডিসেম্বর ২০২৪


লাগাতার হত্যার হুমকি পাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। এরই মধ্যে আসন্ন ছবি ‘সিকান্দার’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এবং এ আর মুরুগাদোস পরিচালিত এই সিনেমায় অভিনয় করছেন রাশমিকা মান্দানা। এ নিয়ে ভাইজানের ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এরই মধ্যে সিনেমাটি নিয়ে খুশির সংবাদ দিলেন প্রযোজক।

সিনেমার শুটিং শেষ পর্যায়ে রয়েছে। দীর্ঘদিন পর সালমানকে পর্দায় দেখার অপেক্ষায় থাকা ভক্তদের জন্য সুখবর হলো, সালমান খানের ৫৯ তম জন্মদিনে ‘সিকান্দার’ এর টিজার প্রকাশিত হবে। কেবল টিজার নয়, সালমান খানের জন্মদিনের উৎসবেই ‘সিকান্দার’-এর ফার্স্ট লুক পোস্টার-ও উন্মোচিত হবে। এই সিনেমার মাধ্যমে ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘কিক’-এর পর আবার একসঙ্গে কাজ করছেন সালমান খান ও সাজিদ নাদিয়াদওয়ালা।

একটি প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সিনেমার টিজার সম্পাদনার কাজ চলছে। এ-ও বলা হচ্ছে ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘সিকান্দার’। নতুন বছরের শুরুতেই টিজার দিয়ে প্রচারণা শুরু হবে। সাজিদ নাদিয়াদওয়ালা সিনেমাটি বড় পরিসরে উপস্থাপনের পরিকল্পনা করছেন। এর প্রচারণায় ২০২৫ সালে টিজার, গান এবং থিয়েট্রিকাল ট্রেলার থাকবে। সিনেমাটি ২০২৫ সালের ঈদে, মার্চ মাসে মুক্তি পাবে।

‘সিকান্দার’-এর শুটিং শেষ করে সালমান খান অ্যাটলির পরবর্তী ছবি ‘এসিক্স’-এর কাজ শুরু করবেন, যা ২০২৫ সালের গ্রীষ্মে শুটিং শুরু হবে। অন্যদিকে সাজিদ নাদিয়াদওয়ালা আগামী বছর তিনটি ছবি মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যে রয়েছে ‘হাউসফুল ৫’ (অক্ষয় কুমার এবং একটি বিশাল কাস্টের সঙ্গে), ‘বাঘি ৪’ (টাইগার শ্রফ) এবং ‘অর্জুন উস্তারা’ (শাহিদ কাপুর)।

্রিন্ট

আরও সংবদ