খুলনা | বুধবার | ১৮ ডিসেম্বর ২০২৪ | ৪ পৌষ ১৪৩১

বাগেরহাটে ৫শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১২:৩০ এ.এম | ১৮ ডিসেম্বর ২০২৪


বাগেরহাটে ৫শ’ পিস ইয়াবাসহ নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে পৌরসভার হাড়িখালী পশ্চিমপাড়া এলাকায় ডালিয়ার বাড়ি তল­াসী করে এই মাদক উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে। 
আটককৃতরা হলেন, কুষ্টিয়া জেলার দহখোলা গ্রামের মহিউদ্দিন শেখের ছেলে শেখ ফরিদ (২৫) ও বাগেরহাট পৌরসভার হাড়িখালী পশ্চিমপাড়া এলাকার আব্দুস সালাম শেখের মেয়ে নওশীন পুরবী ওরফে ডালিয়া (৩০)। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৫শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জব্দ ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য এক লক্ষ ৫০ হাজার টাকা। এছাড়া মাদকদ্রব্য বিক্রয় কাজে ব্যবহৃত একটি তিন চাকা বিশিষ্ট পেস্ট রংয়ের চার্জার স্কুটি জব্দ করা হয়েছে। 

্রিন্ট

আরও সংবদ