খুলনা | শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১

সাবেক ক্রিকেটার দুর্জয়ের বিরুদ্ধে দুদকের মামলা

ক্রীড়া প্রতিবেদক |
১২:০৪ এ.এম | ১৯ ডিসেম্বর ২০২৪

 
প্রায় সাড়ে ১১ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মানিকগঞ্জ-১ সাবেক সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে পরিচালক আবুল হাসনাত বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদক মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাবেক ক্রিকেটার দুর্জয় সংসদ সদস্য থাকাকালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মোট ১১ কোটি ২১ লাখ ৮১ হাজার ৭৯০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। ওই অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় তার নামে মামলা দায়ের করা হয়েছে। 
অভিযোগ রয়েছে, দুর্জয় মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেড থেকে ৪ কোটি ২২ লাখ টাকা গ্রহণ করেছেন। এছাড়া তার নিজের নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ১৩টি ব্যাংক এ্যাকাউন্ট এবং ব্যবসা প্রতিষ্ঠানের ৯টি ব্যাংক এ্যাকাউন্টের মাধ্যমে মোট ৪৭ কোটি ১৯ লাখ ৩৭ হাজার ৬৯০ টাকা সন্দেহজনক লেনদেন করেছেন। এছাড়াও অবৈধভাবে আরিচা নৌ-টার্মিনালের পাশে বিআইডব্লিউটির জমি দখল করে আত্মসাতের অভিযোগ রয়েছে। 
আরও অভিযোগ রয়েছে, তার নামে বৈকন্ঠপুর, ঘিওর, মানিকগঞ্জে ১২ বিঘা জমি, মানিকগঞ্জ শহরে ১ তলা বাড়ি, বিভিন্ন ব্যাংকে ও ব্যবসায় বিনিয়োগসহ কোটি কোটি টাকার সম্পদ রয়েছে। তার আত্মীয়-স্বজন সিন্ডিকেট করে নদীতে অবৈধভাবে ড্রেজিং করে বালু উত্তোলন করে কোটি কোটি টাকা উপার্জন করেছেন। 
এদিকে দুদকের অনুসন্ধানে দেশে-বিদেশে বিপুল অবৈধ সম্পদের তথ্যের প্রাথমিক সত্যতাও মিলেছে। এর আগে গত ২ সেপ্টেম্বর দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে নাইমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। 

্রিন্ট

আরও সংবদ