খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

শিরোমনি ইনজয় ক্রীড়াচক্র আয়োজিত ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় রাউন্ডের খেলা

খানজাহান আলী থানা প্রতিনিধি |
১১:৪৩ পি.এম | ২০ ডিসেম্বর ২০২৪


শিরোমনি  ইনজয় ক্রীড়াচক্র কর্তৃক আয়োজিত চারদলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা শুক্রবার বিকেল সাড়ে ৩টায় শিরোমনি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-সম্পাদক ও ইউপি সদস্য শেখ আলামিন হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরুণ সমাজসেবক শেখ ইফতেখায়রুল আলম বাপ্পি। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও আটরা গিলাতলা ইউনিয়ন সভাপতি শেখ আব্দুস সালাম। বক্তৃতা করেন ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ফকির রবিউল ইসলাম, মোঃ ফজলুর রহমান সরদার, মিনা মুরাদ হোসেন, মোঃ ফরহাদ হোসেন, ইউপি সদস্য  সৈয়দ হাফিজুর রহমান সাফি, সরদার মোস্তাক আহমেদ, মোঃ গোলাম সরোয়ার, শরিফ ওবায়দুর রহমান চয়ন, মোঃ জিয়াউর রহমান, এস এম ইলিয়াস হোসেন, মোল­া লিমন হোসেন, মোঃ হাদিউজ্জামান, মোঃ শামীম শেখ, মোঃ  বাচ্চু শেখ, মোঃ তৌহিদুল ইসলাম, এ এইচ এম শাহীন হোসেন, শেখ রবিউল ইসলাম।

 

্রিন্ট

আরও সংবদ