খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

রূপসায় ঐতিহ্যবাহী ঘৌড় দৌড় প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রূপসা প্রতিনিধি |
১১:৪৪ পি.এম | ২০ ডিসেম্বর ২০২৪


রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের জে কে এস ক্রীড়া সংস্থা আয়োজিত ৪৭তম বার্ষিক ঘৌড় দৌড় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আইচগাতী ইউনিয়নের পুটিমারি বিলে শুক্রবার দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ঐতিহ্যবাহী এ ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চল থেকে ২৮টি ঘোড়া অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ১ম এবং ২য় স্থান অধিকার করে বটিয়াঘাটার মোহাম্মদ আলী, ৩য় স্থান অধিকার করে অভয়নগর উপজেলার মোহাম্মদ ইসমাইল, ৪র্থ স্থান অধিকার করে সাতক্ষীরা থেকে আসা বাবু ঢালী এবং ৫ম স্থান অধিকার করে একই জেলা থেকে আগত ইমরান। 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু, সাবেক যুগ্ম-আহবায়ক জুলফিকার আলী জুলু, মোস্তফা উল বারী লাভলু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইবাদুল হল রুবায়েত, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ তৈয়েবুর রহমান, সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, সমাজসেবক মঈন আহম্মেদ জমাদ্দার, উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ হোসেন মলি­ক। 
ক্রীড়া উদযাপন কমিটির আহবায়ক শেখ শফিকুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন ক্রীড়া উদযাপন কমিটির সদস্য সচিব সরদার ফরিদ আনোয়ার। রূপসা থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক চৌধুরী শিহাবুল ইসলাম এবং যুবদল নেতা আরাফাত হোসেন ডালিমের পরিচালনায় বক্তৃতা করেন জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু, উপজেলা সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র, জেলা নেতা নাজমুর সাকিব পিন্টু, জেলা শ্রমিকদল নেতা উজ্জল সাহা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, শিকদার মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুম বিল­াহ, আসাবুর রহমান ও জিয়াউল ইসলাম বিশ্বাস, বিএনপি নেতা শেখ আনিসুর রহমান, শেখ আরিফুর রহমান, শেখ আঃ বারী, মুন্না সরদার প্রমুখ। ঐতিহ্যবাহী এ ঘৌড় দৌড় প্রতিযোগিতা দেখতে বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার নারী-পুরুষের সমাগম ঘটে। এরপর জে কে এস মাধ্যমিক বিদ্যালয় মাঠে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে ঢাকা থেকে আগত বিখ্যাত কন্ঠশিল্পী মেজবাহ, টিটু এবং মৌসুমীর কন্ঠে গান শুনে হাজার হাজার শ্রোতা মুগ্ধ হন ।
 

্রিন্ট

আরও সংবদ