খুলনা | শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১

খানজাহান আলী থানা ইমাম পরিষদের জরুরি সভা

বাণিজ্য মেলার নামে অনৈতিক জুয়া ও অশ্নীল কর্মকাণ্ড পরিচালিত হলে প্রতিরোধের হুঁশিয়ারী

খানজাহান আলী থানা প্রতিনিধি |
১২:০২ এ.এম | ২১ ডিসেম্বর ২০২৪


খানজাহান আলী থানা ইমাম পরিষদের জরুরি সভা গত ১৬ ডিসেম্ভর ফুলবাড়ীগেট ইমদাদুল উলুম রশিদিয়িা মাদ্রাসা অফিস কক্ষে মুফতি গোলামুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 
বৈঠকে বক্তৃতা করেন খুলনা জেলা ইমাম পরিষদের খানজাহান আলী থানা সহ-সভাপতি হাফেজ মাওলানা হাফিজুর রহমান হাফেজি, সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হাফেজ গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান, মাওলানা আঃ সাত্তার, মৌলভি বেলাল হুসাইনসহ বিভিন্ন মসজিদেও ইমাম ও খতিববৃন্দ।
সভায় বক্তারা খানজাহান আলী থানা এলাকাতে  মেলার নামে মিনি বাণিজ্য মেলার নামে বিরূপ প্রভাবের বিষয়ে ইমাম পরিষদের নিকট সাধারণ মুসলি­দের পক্ষ থেকে আসা অভিযোগের বিষয়ে আলোচনা হয়। বক্তারা মেলার সম্ভাব্য কার্যক্রমের বিষয়ে যে কোনা ধরনের ইসলাম বিরোধী ও অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। 
এদিকে তৌহিদী জনতার উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা শিরোমনি শহিদ মিনারে  খানজাহান আলী থানা এলাকাতে মেলা চলাকালীন কোন প্রকার জুয়া, প্রতারণামূলক র‌্যাফেল ড্র ও অশ্লীল বিনোদন চলে, তাহলে এর ভিতরে যুবক, তরুণ ও ছাত্র সমাজসহ সর্বস্তরের জনসাধারণ যেন কোন প্রকার অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে না পরে সেজন্য এক সচেতনামূলক সভা মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  
সময় বক্তৃতা করেন গিলাতলা যুব সংঘের উপদেষ্টা মোঃ আনোয়ার হোসেন,  সভাপতি সাইফুল­াহ তারেক, সাধারণ সম্পাদক মাসুম বিল­াহ, শেখ জনি হোসেন, মোঃ সাইফুল­াহ তাজিমসহ রাজনৈতিক নেতৃবৃন্দ। 

্রিন্ট

আরও সংবদ