খুলনা | শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১

‘চব্বিশের অভ্যুত্থান ব্যর্থ হলে গণতন্ত্রের ধারাবাহিকতা থাকবে না’

খবর বিজ্ঞপ্তি |
১২:০২ এ.এম | ২১ ডিসেম্বর ২০২৪


মহান বিজয় দিবস উপলক্ষে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন চব্বিশ’র বিজয় নস্যাৎ হলে গণতন্ত্রের ধারাবাহিকতা থাকবে না। অপশক্তি উদয় হলে জুলাই আগস্টের আত্মত্যাগ বৃথা যাবে। গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় গণতন্ত্রমনা দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।
শুক্রবার বিকেলে কেসিসি মাকেটে নাগরিক ঐক্যের খুলনা নগর ও জেলা শাখা আয়োজিত আলোচনা এক আলোচনা সভায় বক্তারা একথা বলেন। 
নগর শাখার সহ-সভাপতি মোঃ মোস্তকুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। প্রধান অথিতি ছিলেন নগর শাখার  সভাপতি এড. ডঃ মোঃ জাকির হোসেন। বক্তৃতা করেন নগর সাখার সহ-সভাপতি কাজী আমিনুর রহমান, সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু, এড. মোঃ খালিদ হোসেন, এড. দিপাংকর রায, সুলতানা পারভীন চুমকি ও শরীফুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান। অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশ’র গণঅভ্যুত্থানে শহিদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। 

্রিন্ট

আরও সংবদ