খুলনা | শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১

নিউজপ্রিন্ট মিলে ওষুধের কাঁচামাল তৈরির কারখানা স্থাপনের উদ্যোগকে স্বাগত গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির

খবর বিজ্ঞপ্তি |
১২:০২ এ.এম | ২১ ডিসেম্বর ২০২৪


খুলনা নিউজপ্রিন্ট মিলের জমিতে ওষুধ শিল্পের কাঁচামাল তৈরির কারখানা স্থাপনে (বিসিআইসি)’র উদ্যোগকে স্বাগত ও ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি খুলনা জেলা শাখা ।  
বিবৃতিতে বলা হয় খুলনার নিউজপ্রিন্ট মিলটি দীর্ঘ প্রায় দুই যুগ অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় একদিকে যেমন সরকারি সম্পদের ক্ষতি হচ্ছে অপরদিকে কয়েক হাজার শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা কর্মহীন অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছেন। দেশে ক্রমবর্ধমান ওষুধের চাহিদা বাড়ার কারণে এই শিল্পে কাঁচা মালের প্রায় ৯০ ভাগ দেশের বাইরে থেকে আমদানি করায় দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে হয়। গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি মনে করে সার্বিক দিক বিবেচনায় নিয়ে এখানে ওষুধ শিল্পের কাঁচামাল তৈরির কারখানা চালু করা হলে যে সকল কর্মচারী এখনো মানবতার জীবন যাপন করছে তাদের অনেককেই যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা হবে। 
 

্রিন্ট

আরও সংবদ