খুলনা | সোমবার | ৩০ ডিসেম্বর ২০২৪ | ১৬ পৌষ ১৪৩১

গল্লামারী ব্রিজের কাজ দ্রুত শুরুর দাবিতে মতবিনিময় সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:০৩ এ.এম | ২১ ডিসেম্বর ২০২৪


মহানগরী প্রবেশ দ্বার গল্লামারী ব্রিজের কাজ ফেলে রেখে জনভোগান্তি দূর করে দ্রুত কাজটি শুরুর দাবিতে খুলনা ডেভলপমেন্ট সোসাইটির (কেডিএস) নেতৃবৃন্দের সঙ্গে বৃহত্তর আমরা খুলনাবাসীর মতবিনিময় অনুষ্ঠিত হয় শুক্রবার বিকেল চারটায় সংগঠন কার্যালয়। ডাঃ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং মাহাবুবুর রহমান খোকনের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা গল­ামারীর ময়ূর নদীর উপর ব্রিজ নির্মাণ কাজ ৫ আগস্ট হতে বন্ধ রেখে জন ভোগান্তি সৃষ্টি হওয়ায় সড়ক ও জন পথ অধিদপ্তরকে বিভিন্ন  সময় অবগত করলে ও তারা কাল বিলম্ব করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, খুবি শিক্ষার্থীসহ জন সাধারনের যাতায়াত অসুবিধা, মারাত্মক অসুস্থ রোগীদের দ্রুত পরিবহন ব্যবস্থা ব্যাহত হওয়ায়, স্কুল ও মাদ্রাসাগামী ছোট ছোট মেয়ে ও বয়স্কদের চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায়, প্রায়ই ছোট খাট দুর্ঘটনা ঘটছে। দ্রুত গল্লামারী নদীর উপর ব্রিজটির কাজ শুরুর দাবিতে আগামী ২৯ ডিসেম্বর (রোববার) সকাল সাড়ে ১০টায় ব্রিজ সংলগ্ন স্থানে মানববন্ধন কর্মসূচি সফল করার আহবান জানানো হয়। 
বক্তৃতা করেন, কেডিএস সভাপতি আঃ সালাম শিমুল, শেখ ইয়াসিন, মোঃ জসিম উদ্দিন, বৃহত্তর আমরা খুলনাবাসীর সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডাঃ আঃ সালাম, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু. মোঃ কামরুল ইসলাম কামু, সাধারণ সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, এম এ জলিল, শেখ মোহাম্মদ আলী, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, মোঃ সাকিল আহমেদ রাজা, আঃ রাজ্জাক, মোঃ ইকবাল হোসেন তোকা, আঃ মান্নান মুন্নাফ. খায়রুল কবির. লিটন মিত্র. সবুজুল ইসলাম সবুজ, মোঃ মনিরুজ্জামান মিলন, মোঃ মিকাইল হোসেন, তৈয়বুর রহমান, মোঃ আবু বক্কার, মোঃ আজমল হোসেন প্রমুখ

্রিন্ট

আরও সংবদ