খুলনা | সোমবার | ৩০ ডিসেম্বর ২০২৪ | ১৬ পৌষ ১৪৩১

এমইউজে খুলনার সাধারণ সভা আজ, নির্বাচন কাল

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৫ এ.এম | ২১ ডিসেম্বর ২০২৪


মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার দ্বি-বার্ষিক সাধারণ সভা শনিবার। সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে এ দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সাধারণ সভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন। প্রধান বক্তা থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ। 
আমন্ত্রিত অতিথি থাকবেন মহানগর বিএনপি’র আহবায়ক এস এম শফিকুল আলম মনা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগরী সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল। 
সভায় সভাপতিত্ব করবেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সভাপতি মোঃ আনিসুজ্জামান। সঞ্চালক থাকবেন ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়। 
এদিকে আগামীকাল রোববার (২২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নের ৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে সৎ, যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্ব নির্বাচিত করবেন। এ নির্বাচনে ছয়টি পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সহ-সভাপতি পদে একমাত্র প্রার্থী থাকায় দৈনিক প্রবাহের চিফ রিপোর্টার মুহাম্মদ নূরুজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 
সভাপতি পদে দৈনিক আমার দেশের খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন, দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরো প্রধান মোঃ রাশিদুল ইসলাম ও বাংলা ভিশনের খুলনা ব্যুরো প্রধান আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক পদে দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা ও ইনডিপেনডেন্ট টিভির খুলনা ব্যুরো প্রধান এ এইচ এম শামিমুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক খবরের কাগজের খুলনা ব্যুরো প্রধান মাকসুদ আলী ও দৈনিক সময়ের খবরের সিনিয়র রিপোর্টার মোঃ আশরাফুল ইসলাম নুর, কোষাধ্যক্ষ পদে দৈনিক প্রবাহের সিনিয়র রিপোর্টার খলিলুর রহমান সুমন ও এস এ টিভির খুলনা ব্যুরো প্রধান মোঃ রকিবুল ইসলাম মতি এবং নির্বাহী সদস্য পদে দৈনিক নয়াদিগন্তের খুলনা ব্যুরো প্রধান মোঃ এরশাদ আলী, দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কে এম জিয়াউস সাদাত ও দৈনিক আমার দেশের ফটো সাংবাদিক মোঃ সেলিম গাজী।

্রিন্ট

আরও সংবদ