খুলনা | সোমবার | ৩০ ডিসেম্বর ২০২৪ | ১৬ পৌষ ১৪৩১

২ টাইগার ক্রিকেটারকে ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দিতে বললেন বিশপ

ক্রীড়া প্রতিবেদক |
০৩:০৭ পি.এম | ২১ ডিসেম্বর ২০২৪

 
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। দলকে সিরিজ জেতাতে প্রথম ও দ্বিতীয় ম্যাচে ক্যামিও ইনিংস খেলে দারুণ অবদান রেখেছিলেন শামিম হোসেন, আর তৃতীয় ম্যাচে ৭২ রানের অপরাজিত ইনিংস খেলে টাইগারদের জিতিয়েছেন জাকের আলী। সিরিজে এ দুজনের পারফর্ম্যান্স বেশ প্রশংসা কুড়িয়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ইয়ান বিশপ শামিম-জাকেরে মুগ্ধ হয়েছেন সম্পূর্ণ অন্য কারণে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময় স্পোর্টসম্যানশিপের উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করেছেন শামিম-জাকের। তা দেখে ধারাভাষ্যকক্ষে থাকা বিশপ তখনই একবার এ দুই টাইগার ক্রিকেটারকে প্রশংসায় ভাসিয়েছিলেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি আইসিসির কাছে সুপারিশও করেছেন যেন এ দুজনকে স্পিরিট অব ক্রিকেট পুরস্কার দেয়া হয়।

যে ঘটনার জন্য বিশপের এমন মুগ্ধতা তা ঘটেছে সিরিজের শেষ ম্যাচে। বাংলাদেশ ইনিংসের ১৪তম ওভারে গুড়াকেশ মোতির করা ওভারের প্রথম বল মিড উইকেটের উপর দিকে মারার চেষ্টা করেন জাকের। সীমানার দিকে যাওয়া বলটি ডাইভ দিয়ে ক্যাচ নেওয়ার চেষ্টা করেছিলেন ওবেদ ম্যাকয়। তবে তিনি ব্যর্থ হন এবং আঘাত পান।

এদিকে শামিম-জাকের তখন দৌড়ে রান নিচ্ছিলেন। তবে ম্যাকয় আঘাত পেয়েছেন জন্যই বল ফেরত দিতে পারছেন না বুঝার পর এ দুজন তৃতীয় রান নেওয়া থেকে বিরত থাকেন। দুই টাইগার ক্রিকেটারের এমন মুহূর্তের প্রশংসা তখনই একবার করেছিলেন বিশপ। একে গ্রেট স্পোর্টসম্যানশিপ বলেও আখ্যা দিয়েছিলেন তিনি।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেন, ‘যদি আইসিসি ২০২৪ সালের স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড দেয়, আমার পরামর্শ সেই মুহূর্তটিকে দেওয়ার, যখন সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে জাকের আলী ও শামীম হোসেনের রানের জন্য দৌড় থামিয়ে দিয়েছেন এটা বুঝতে পেরে যে, আউটফিল্ড ক্যাচ নিতে গিয়ে ওবেদ ম্যাকয় আঘাত পেয়েছেন।’

আইসিসি প্রতি বছর বিভিন্ন বিভাগে পুরস্কার দিয়ে থাকে। ‘আইসিসি স্পিরিট অব ক্রিকেট’ নামেও একটি পুরস্কার দেয় সংস্থাটি, ক্রিকেটের ঐতিহ্য এবং চেতনা সমুন্নত রাখার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য দল বা ঘটনাকে এই পুরস্কার দেয়া হয়। 

্রিন্ট

আরও সংবদ