খুলনা | শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১

মোংলায় খাবারের প্রলোভন দিয়ে শিশু ছাত্র ধর্ষনের চেষ্টা, প্রাইভেটকার চালক আটক

মোংলা প্রতিনিধি |
০৫:৪৫ পি.এম | ২১ ডিসেম্বর ২০২৪


মোংলায় চকলেট খাওয়ার প্রলোভন দিয়ে এক শিশু স্কুল ছাত্রী ধর্ষনের চেষ্টার অভিযোগে লিটন হাওলাদার (৪৬) নামের এক প্রাইভেট কার চালককে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় মোংলা বন্দরের ৪ নং ওয়ার্ড পোর্ট মাধবী আবাসিক এলাকা থেকে স্থানীয় জনতা আটক করে উত্তম মাধ্যম দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে।

পুলিশ সুত্রে জানায়, মোংলা বন্দর ৪ নং ওয়ার্ড এলাকায় পোর্ট মাধবী আবাসিক এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে প্রাইভেট কারে করে বর যাত্রী নিয়ে আসে গাড়ী চালক রিটন হাওলাদার। সন্ধ্যায় বর যাত্রী নামিয়ে দিয়ে গাড়ী চালক লিটন একটি শিশু পার্কের কাছে দাড়ালে সেখানে কয়েকজন শিশু স্কুল ছাত্রী খেলা করতে দেখকে পায় সে। এসময় ওই শিশুদের চকলেট কিনে দেয়ার প্রলোভন দিয়ে শিশু পার্কের ভিতরে দোলনার কাছ নিয়ে এক শিশুকে জোর পুর্বক ধর্ষনের চেষ্টা করে গাড়ী চালক লিটন হাওলাদার। এসময় শিশুটি কান্নাকাটি ও ডাক চিৎকার দিলে তার মা-বাবাসহ স্বজনরা চলে আসলে শিশুটিকে ছেড়ে দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে গাড়ী চালক লিটন। এসময় স্থানীয় জনতা ধাওয়া করে তাকে আটক করে উত্তম মাধ্যম দেয়া হয়। খবর পেয়ে মোংলা থানার পুলিশ দ্রুত সেখানে গিয়ে জনতার হাত থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। লিটনের সাথে থাকা প্রাইভেট কারটিও জব্দ করে মোংলা থানা পুলিশ। আটক লিটন হাওলাদার যশোরের কোতোয়ালী থানার বাহাদুরপুর পুর্বপাড়া এলাকার মোতালেব হাওলাদারের ছেলে।

এ ঘটনায় শুক্রবার রাতে শিশু স্কুল ছাত্রী ধর্ষনের চেষ্টার অভিযোগে শিশুটির পিতা মো: কামরুল হাসান বাদি হয়ে মোংলা থানায় শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। শনিবার দুপুর দেড়টার দিকে বাগেরহাট আদালতের মাধ্যমে আটক লিটন হাওলাদারকে জেল হাজতে পাঠায় পুলিশ।

এ বিষয় মোংলা থানার অফিসার ইনচার্জ মো: আনিসুর রহমান বলেন, শিশু স্কুল ছাত্রী ধর্ষনের ঘটনার তার পিতা মামলা করেছে। যার মামলা নং-৭, সেই মামলা আসামী রিটন হাওলাদারকে শনিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে। 

্রিন্ট

আরও সংবদ