খুলনা | শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১

গহীন সুন্দরবনে অসুস্থ্য পর্যটককে জরুরী চিকিৎসা দিলেন মোংলা কোস্টগার্ড

মোংলা প্রতিনিধি |
০৫:৫৬ পি.এম | ২১ ডিসেম্বর ২০২৪


সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজের অসুস্থ পর্যটককে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, সূচনালগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূল অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবতার সেবায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। শনিবার ২১ ডিসেম্বর ভোর আনুমানিক সাড়ে ৬ টার দিকে কটকায় অবস্থানকালে এমভি জিলান নামক জাহাজে অবস্থানরত যাত্রী মোঃ আবু হানিফ রানা (৫৫) এর স্ট্রোকজনিত সমস্যা দেখা দেয়। জাহাজ কর্তৃপক্ষ কোস্ট গার্ডের নিকট চিকিৎসা সহায়তা অনুরোধ করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ কোস্ট গার্ড আউটপোস্ট কচিখালীর একটি মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরবর্তীতে রোগীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা কোস্ট গার্ড সদস্যরা।

কোস্ট হার্ড মিডিয়া কর্মকর্তা জানান, সুন্দরবনের কটকা এমনই একটা এলাকা যেখান থেকে লঞ্চ বা বোটে কিনারে পৌছাতে প্রায় ১৫ ঘন্টা সময় লাগে। এখানে যারা ঘুরতে আসে তারা ৩/৪ দিনের সময় নিয়ে আসতে হয়। কারণ, সুন্দরবনের কটকা, কচিখালী, দুবলার চর, আলোর কোল বা অন্যান্য স্থানের সৌন্দার্য উপভোগ করতে হলে সময় নিয়ে আসতে হয়। এখানে আসতে একদিন, যেতে একদিন আর সুন্দরবনের অপরুপ সুন্দার্য দেখতে হলে একদিন সময় নিতে হয়। তাই কেউ এখানে অসুস্থ্য হলে এক মাত্র কোস্ট গার্ড ছাড়া চিকিৎসা বা দ্রুত সহায়তা করার মতো কাউকেই পাওয়া যায় না। তাই গহীন সুন্দরবনে যে কোন চিকিৎসা সমস্যা বা দুর্ঘটনা কবলীত সমস্যার জন্য সব সময় প্রস্তুত রয়েছে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা বলে জানায় কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

্রিন্ট

আরও সংবদ