খুলনা | সোমবার | ২৩ ডিসেম্বর ২০২৪ | ৮ পৌষ ১৪৩১

কোয়ালিফায়ারে খুলনার নাটকীয় হার, ফাইনালে ঢাকা মেট্রো

ক্রীড়া প্রতিবেদক |
০৪:৫৫ পি.এম | ২২ ডিসেম্বর ২০২৪


এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে যেতে খুলনা বিভাগের দরকার ছিল মোটে ১২০ রান। হালের ক্রিকেটে একেবারেই সহজ টার্গেট। বলপ্রতি রানই জয়ের জন্য যথেষ্ট। এমন অবস্থা থেকেও অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৮১ রানেই থামল খুলনার ইনিংস। এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের ৩৯ রানে হারিয়ে ফাইনালে চলে গেল ঢাকা মেট্রো। যেখানে তাদের জন্য অপেক্ষা করছে রংপুর।

আগে ব্যাট করতে নেমে ঢাকা মেট্রো পড়েছিল খুলনার বোলিং তোপের সামনে। দুই ওপেনার ইমরানুজ্জামান এবং মোহাম্মদ নাইম শেখ খুব একটা ভালো শুরু এনে দেননি। তবে দলের মান বাঁচানোর দুইটা ইনিংস এসেছে তাদেরই ব্যাট থেকে। ইমরান করেছেন ১৪ রান। আর দলীয় অধিনায়ক নাইম শেখ পেরিয়েছেন ৫০-এর ল্যান্ডমার্ক।

৪০ রানে প্রথম উইকেটের পর থেকে ঢাকা মেট্রোর হয়ে বড় জুটি আর আসেইনি। শামসুর রহমান, মার্শাল আইয়ুবদের মতো প্রতিষ্ঠিত নামেদের কেউ যেতে পারেননি দুই অঙ্কের ঘরে। শহিদুল ইসলাম শেষে করেছেন ১৯ বলে ১৬ রান। মাসুম খান, শেখ পারভেজ জীবন আর মেহেদি হাসান রানা পেয়েছেন ২টি করে উইকেট। ১ উইকেট মুস্তাফিজুর রহমানের।

১২০ রানের লক্ষ্যে খেলতে নেমে নুরুল হাসান সোহানের দল শুরু থেকেই ছিল ব্যাটিং বিপর্যয়ে। আজিজুল হক তামিম, ইমরুল কায়েস এবং মোহাম্মদ মিঠুন তিনজনেই ফেরেন দলীয় ২ রানের মাথায়। দলীয় ২৩ রানে ১৬ রান করা বিজয় এবং ৫০ রানে সোহান ফিরলে বিপাকে পড়ে যায় খুলনা। মাঝে ৬ রান করে আউট হন নাহিদুল ইসলাম।

জীবন এবং মাসুম খান এরপর জুটি করেছিলেন ২৪ রানের। কিন্তু দলীয় ৭৪ থেকে ৭৫ রানে যেতেই আরও ৩ উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত খুলনার ইনিংস থামে ৮১ রানে। আর ৩৯ রানের জয় নিয়ে ফাইনালে চলে যায় ঢাকা মেট্রো। 

্রিন্ট

আরও সংবদ