খুলনা | রবিবার | ০৫ জানুয়ারী ২০২৫ | ২২ পৌষ ১৪৩১

হয়তো তুমি

সুমনা ইসলাম রেবা |
০১:২৯ এ.এম | ২৩ ডিসেম্বর ২০২৪


জীবনে আর যাই করো সম্মানের সাথে বেঁচে থেকে নিজের শখ টুকো কিনে ফেলার ক্ষমতাটা অন্তত অর্জন করো। এমন একটা পর্যায়ে নিজেকে নিয়ে যেও যেখানে তোমার জীবন নামক ঘুড়ির লাটাই তোমার হাতেই থাকবে এবং তোমার জানা থাকবে সুতোর পর্যাপ্ততা। যাতে লাটাই থেকে আলাদা হওয়ার ভয় যেন না পেতে হয়।
জীবনে এমন একটা পর্যায়ে তোমাকে যেতে হবে যেখানে তুমি নিজের মূল্যটা নিজেই দিতে জানবে। আরো জানবে কোনটা ভালো হয়ে আলো হবে তোমার জন্য আর কোনটা অন্ধকারের কালো। জানতো, তুমি যদি নিজেকে ভালো না বাসো তবে কেউ তোমাকে ভালোবাসা তো দূর সম্মান পর্যন্ত দিবে না। তাই নিজের চলার পথটা চিনে নাও, নিজেকে ভালোবেসে নাও প্রাণ ভরে।
দেখো একদিন তোমার সব হবে। সেদিন তুমি, যা চোখে ভালো লাগে কিংবা বছর কয়েক আগে কিনবো বলেও কিনতে পারো নি তার সবগুলো তোমার দখলে থাকবে। পছন্দের যেই ব্যাগটা কিনতে গিয়ে দামে না হয়ে মেসেজ আর সিন করো নি সেই ব্যাগটা। যে শাড়িটার ছবি দেখে পলকহীনভাবে তাকিয়ে ছিলে কিন্তু দাম দেখে আর সাহস করি নি কেনার সেই শাড়িটা। রুম ডেকোরেশনের সমস্ত কিছু যা ভালো লাগে তোমার। যেমন ধরো-রংতুলি, ক্যানভাস, সুগন্ধি ক্যান্ডেল, টেরাকোটা, তাক ভর্তি বই আরো যা চাই তোমার। তখন আর তোমার প্রাইজ ট্যাগে হাত বুলিয়ে খালি হাতে ফিরে আসতে হবে না, হাত বোলালে সাথে করে নিয়েই ফিতরে পারবে।
মাকে কিনে দিতে পারবে তার পছন্দের জারুল রঙের শাড়ি এবং হালকা রঙের হালকা কাজের জামা। বাবার জন্য কিনে ফেলবে পছন্দের ফতুয়াগুলো, সাথে সাদা পাঞ্জাবী। বোনটার কোনো আবদারই অপূর্ণ রাখতে হবে না সেদিন। ভাইকেও দিয়ে দিতে পারবে যা সে চায়। ফ্যামিলি ট্রিপে ঘুরে আসতে পারবে কোনো হাওয়ারে কিংবা মেঘের রাজ্যে।
কেউ কাঁপা কাঁপা হাত তোমার দিকে বাড়িয়ে দিলে তার হাতে পার্সের সবচে ছোট নোটটা না খুঁজে বড় নাটাই সেদিন বের করে দিয়ে দিতে পারবে অনায়াসে। 
হুম, আর যাই করো নিজের পায়ে দাঁড়াতে শেখো, স্বপ্নগুলো পূরণ করতে জানো। নয়তো বেঁচে থাকবে ঠিকই কিন্তু তা নিজের শখ গুলোকে মেরে ফেলে। জানতো, শখ যখন মরে যায় না মানুষটাও ভেতর থেকে মরে যায়।

্রিন্ট

আরও সংবদ

অন্যান্য

প্রায় ১৩ দিন আগে