খুলনা | মঙ্গলবার | ১৪ জানুয়ারী ২০২৫ | ১ মাঘ ১৪৩১

কালীগঞ্জে আন্তঃইউনিয়ন ভলিবলে জামাল ইউনিয়ন দল চ্যাম্পিয়ন

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি |
১২:০৭ এ.এম | ২৪ ডিসেম্বর ২০২৪


ঝিনাইদহের কালীগঞ্জ আন্তঃ ইউনিয়ন ভলিবল টুর্নামেন্টে জামাল ইউনিয়ন দল চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার সকালে সরকারি নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।
কালীগঞ্জ বন্ধু মহলের আয়োজনে ১০টি দলের অংশগ্রহণে বিকেলে অনুষ্ঠিত টুনামেন্টের ফাইনাল ম্যাচে জামাল ভলিবল দল ২-০ সেটের ব্যাবধানে কোলা ইউনিয়ন ভলিবল দলকে পরাজিত করে। খেলায় ম্যান অব দি ম্যাচ বিজয়ী জামাল ভলিবল দলের সোহাগ, ম্যান অব দি টুর্নামেন্ট কোলা দলের রোস্তম ও বিশেষ ক্রীড়া নৈপূণ্যে জামাল দলের রাজন নির্বাচিত হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফিসহ সেরাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক ডাঃ নুরুল ইসলাম ও ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান মুকুল। 
আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক সাইদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু, ওহেদ আলী, আতাউল হক জেহাদ, আহসান হাবিব মনা, ক্রীড়া সংগঠক বাবু অজিত ভট্টাচার্য্য, জামির হোসেন, কামরুজ্জামান রাজু, গোলাম সাকলাইন মুরাদ, তোতা ও মিলনসহ অন্যান্য কর্মকর্তাগণ। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন, আব্দুল হাই ও বিশ্বজিৎ, ধারাভাষ্য দেন জুয়েল রানা এবং স্কোরারের দায়িত্বে ছিলেন মুকুল ও টিপু।  
 

্রিন্ট

আরও সংবদ