খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১

এবি ব্যাংক সিরাজ স্মৃতি ৩য় বিভাগ ক্রিকেট লীগ উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক |
১২:০৭ এ.এম | ২৪ ডিসেম্বর ২০২৪


খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও এবি ব্যাংক পিএলসি-এর পৃষ্ঠপোষকতায় এবি ব্যাংক সিরাজ স্মৃতি ৩য় বিভাগ ক্রিকেট লীগ খেলার উদ্বোধনী অনুষ্ঠান সোমবার সকাল সাড়ে ৮টায় টায় খুলনা জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়। 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের উদ্বোধন করেন খুলনার জেলা প্রশাসক ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এবি ব্যাংক পিএলসি খুলনা শাখার অপারেশনস ম্যানেজার মোঃ তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের খুলনা ও বরিশাল বিভাগের উপ-পরিচালক মোঃ আবুল হোসেন হাওলাদার, সহকারী কমিশনার মোঃ মুনতাসির হাসান খান, জেলা ক্রীড়া কর্মকর্তা ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ বকতিয়ার রহমান গাজী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও লীগ পরিচালনা কমিটির চেয়ারম্যান শাহ্ আসিফ হোসেন রিংকু, এস এম জাকির হোসেন রিপন, সদস্য ও লীগ পরিচালনা কমিটির সম্পাদক মেহেদী হাসান রোহান, সাবেক কোষাধ্যক্ষ হাসান জহীর মুকুল, সাবেক যুগ্ম-সম্পাদক শেখ হেমায়েত উল­াহ, সাবেক সদস্য মোঃ বেলাল হোসেন,  টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ও আম্পায়ার্স এসোসিয়েশনের আহবায়ক খন্দকার হাসিনুল ইসলাম নিক প্রমুখ।
উদ্বোধনী খেলায় আব্দুল মোতালিব স্মৃতি সংসদ ৭১ রানে ভিক্টোরী ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। আব্দুল মোতালিব স্মৃতি সংসদ ৩৬.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৩ রান করে। দলের পক্ষে রুবায়েত সর্বোচ্চ ৪০ রান করেন। ভিক্টোরী ক্রিকেট একাডেমি ১৭.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৫২ রান করে। দলের পক্ষে শাহ বিল­াহ সর্বোচ্চ ১৯ রান কেরন। আব্দুল মোতালিব স্মৃতি সংসদ এর তামিম ১৩ রানের বিনিময়ে ৫ উইকেট লাভ করেন।
 

্রিন্ট

আরও সংবদ