খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

চ্যাম্পিয়নস ট্রফির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত

ক্রীড়া প্রতিবেদক |
০১:৪১ পি.এম | ২৫ ডিসেম্বর ২০২৪


চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নাটকীয়তা কম হয়নি, অবশেষে সমাপ্তি হলো সেই নাটকের। দীর্ঘ নাটকীয়তার পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫ আসর শুরুর ৫৬ দিন আগে ঘোষণা করা হলো সময়সূচি।

আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ওয়ানডে সংস্করণের আসরটি চলবে ৯ মার্চ পর্যন্ত। করাচিতে উদ্ভোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। পরদিন ভারতের বিপক্ষে দুবাইতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবেই ঘোষণা দিয়েছে আইসিসি। গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান এবং নিউজিল্যান্ড। ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২৭ ফেব্রুয়ারি একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ।

চ্যাম্পিয়নস ট্রফির সূচিতে বাংলাদেশসহ গ্রুপ ‘এ’তে আছে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। ২৩ ফেব্রুয়ারি দুবাইতে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান ম্যাচ।

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে এবার বেশ জলঘোলাই হয়েছে। ভারত নিরাপত্তার কারণ দেখিয়ে আয়োজক দেশ পাকিস্তানে খেলতে যাবে না। ওদিকে পাকিস্তান পুরো টুর্নামেন্ট নিজ দেশে আয়োজনের ব্যাপারে অনড় ছিল।

পরে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তাব আসে। সেখানে পিসিবি রাজি হলেও তারা ‘চিরস্থায়ী হাইব্রিড বন্দোবস্তের’ প্রস্তাব দেয়। অর্থাৎ ২০২৮ সাল পর্যন্ত আইসিসি ও এসিসির টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে হবে। শেষ পর্যন্ত আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ পিসিবির প্রস্তাবে সম্মত হয়েছেন।

চ্যাম্পিয়নস ট্রফির সূচি ঘোষণা করে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘আইসিসি সূচি ঘোষণা করতে পেরে উচ্ছ্বসিত। টুর্নামেন্টটি পাকিস্তান ও আরব আমিরাতে হবে।’ পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি জানান, সমঝোতায় আসতে পেরে খুশি তারা। আইসিসির সদস্য দেশগুলোকে ধন্যবাদ দিয়েছেন তিনি।

চ্যাম্পিয়নস ট্রফির সূচি:

তারিখ মুখোমুখি ভেন্যু
১৯ ফেব্রুয়ারিপাকিস্তান–নিউজিল্যান্ডকরাচি
২০ ফেব্রুয়ারিবাংলাদেশ–ভারতদুবাই
২১ ফেব্রুয়ারিদক্ষিণ আফ্রিকা–আফগানিস্তানকরাচি
২২ ফেব্রুয়ারিঅস্ট্রেলিয়া–ইংল্যান্ডলাহোর
২৩ ফেব্রুয়ারিপাকিস্তান–ভারতদুবাই
২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ–নিউজিল্যান্ডরাওয়ালপিন্ডি
২৫ ফেব্রুয়ারিঅস্ট্রেলিয়া–দক্ষিণ আফ্রিকারাওয়ালপিন্ডি
২৬ ফেব্রুয়ারিইংল্যান্ড–আফগানিস্তানলাহোর
২৭ ফেব্রুয়ারিবাংলাদেশ–পাকিস্তানরাওয়ালপিন্ডি
২৮ ফেব্রুয়ারিঅস্ট্রেলিয়া–আফগানিস্তানলাহোর
১ মার্চইংল্যান্ড–দক্ষিণ আফ্রিকাকরাচি
২ মার্চ ভারত–নিউজিল্যান্ডদুবাই
৪ মার্চ১ম সেমিফাইনালদুবাই
৫ মার্চ ২য় সেমিফাইনাল লাহোর
৯ মার্চ ফাইনাল লাহোর
্রিন্ট

আরও সংবদ