খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১

বিপাকে আল্লু অর্জুন, সিনেমা ছাড়ার সিদ্ধান্ত ‘পুষ্পা’ পরিচালকের!

খবর বিনোদন |
০২:৫৫ পি.এম | ২৫ ডিসেম্বর ২০২৪


‘পুষ্পা ২’ শুধু সফলতাই দেয়নি আল্লু অর্জুনকে। দিয়েছে বিড়ম্বনাও। প্রিমিয়ারে নারীর মৃত্যুতে জেলে যেতে হয়েছে। তার বাড়িতে চালানো হয়েছে ভাঙচুর। এরপর তাকে সমন পাঠায় ভারতীয় পুলিশ। গুঞ্জন উঠেছে পরিস্থিতি দেখে সিনেমা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ছবির পরিচালক সুকুমার।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিস্থিতি থেকে বাঁচতে এক কঠোর সিদ্ধান্ত নিতে চলেছেন পুষ্পা পরিচালক সুকুমার। সূত্র বলছে, সুকুমার নাকি সিনেমা পরিচালনা থেকে নিজেকে সরিয়ে নিতে চান। শীঘ্রই নাকি ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা করবেন তিনি।

এরই মাঝে খবরে এসেছে, পরিচালক সুকুমার নাকি ‘পুষ্পা ৩’র প্ল্যান করেছেন। অল্প স্বল্প কাজও শুরু হয়েছে। ইন্ডাস্ট্রি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, পুষ্পা ৩-ই হবে নাকি সুকুমারের শেষ ছবি!

‘পুষ্পা ২’ বিশ্বব্যাপী ১৫০০ কোটির ঘর পেরিয়েছে কবেই। একে একে ভেঙেছে রেকর্ড। এখনও সিনেমা হলে ছুটছে লাগাম ছাড়া পাগলা ঘোড়ার মতো। ভারতব্যাপীও হাজার কোটির ঘর ছুঁয়েছে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার সিনেমাটি।

্রিন্ট

আরও সংবদ