খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

‘মাথাব্যথা’ থেকে মুক্তি নেই ভারতের, মেলবোর্নে থাকছেন হেড

ক্রীড়া প্রতিবেদক |
০২:৫৯ পি.এম | ২৫ ডিসেম্বর ২০২৪


প্রতিপক্ষ যখন ভারত তখন যেন ট্রাভিস হেডের ব্যাট হয়ে যায় খাপমুক্ত তরবারি। ভারতীয় বোলারদের দিশেহারা করে স্কোরবোর্ডে রান তুলতে তার জুড়ি মেলা ভার তখন। গত বছরের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর এবার বোর্ডার-গাভাস্কার ট্রফিতেও সা ধারা বজায় রেখেছেন তিনি। দিনকে দিন ভারতের মাথাব্যাথার অন্যতম কারণ হয়ে ওঠেছেন তিনি।

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা স্বাস্তির খবর এসেছিল ভারতের জন্য। অ্যাডিলেডের পর ব্রিসবেনেও দারুণ এক সেঞ্চুরি হাকালেও, চোটে পড়েছিলেন হেড, মেলবোর্নে তিনি খেলতে পারবেন কি না তা নিয়ে ছিল অনিশ্চয়তা। হেড না খেললে তা ভারতেরর জন্য সুখবরই হতো।

তবে সে সুখবর শেষ পর্যন্ত পেল না ভারত। বক্সিং ডে টেস্টের আগে ফিটনেস পরীক্ষায় উতরে যেতে পেরেছেন তিনি, ফলে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ম্যাচে অজিদের একাদশে থাকছেন হেড।

ভারতীয় বোলারদের বিপক্ষে হেড সবসময় ভালো খেলেন বলে অনেকেই অজ এই ব্যাটারকে ভারতের হেডেক বলেও অভিহিত করে থাকেন। চলতি বোর্ডার-গাভাস্কার সিরিজে তিন টেস্টে পাঁচ ইনিংসে ৪০৯ রান করেছেন হেড, করেছেন দুইটি সেঞ্চুরি। দুই দলের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান তারই।

এদিকে হেড থাকলেও অজিদের একাদশে আসছে দুইটি পরিবর্তন। ব্রিসবেন টেস্টে চোটে পড়েছিলেন জশ হ্যাজলউড, সিরিজ থেকে ছিটকে গয়েছেন তিনি। তার জায়গায় একাদশে থাকছেন স্কট বোল্যান্ড। আর ওপেনার ন্যাথান ম্যাকসুয়েনির জায়গায় খেলবেন কনস্টাস।

্রিন্ট

আরও সংবদ