খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

৩য় বিভাগ ক্রিকেট লীগে জয় পেয়েছে নব-অঙ্গণ ক্রীড়াঙ্গন

ক্রীড়া প্রতিবেদক |
১১:৫৫ পি.এম | ২৫ ডিসেম্বর ২০২৪


খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও এবি ব্যাংক পিএলসি এর পৃষ্টপোষকতায় “এবি ব্যাংক সিরাজ স্মৃতি ৩য় বিভাগ ক্রিকেট লীগে জয় পেয়েছে নব-অঙ্গন ক্রীড়াঙ্গন। বুধবার খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ৩ উইকেটে হারিয়েছে শেখ খোরশেদ আলম স্মৃতি সংসদকে। 
খেলায় শেখ খোরশেদ আলম স্মৃতি সংসদ প্রথমে ব্যাট করতে নেমে ৪৭.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৪ রান করে। দলের পক্ষে রনি সর্বোচ্চ ৪১, আব্দুল জবার ৩৭ ও রবি ৩৩ রান করেন। নব-অঙ্গণ ক্রীড়াঙ্গন এর রমিম ২২ রানে ৬ উইকেট লাভ করেন। জবাবে নব-অঙ্গণ ক্রীড়াঙ্গন ব্যাট করতে নেমে ৪৩.১ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান করে জয়লাভ করেন। বিজয়ী দলের জয় অপরাজিত সর্বোচ্চ ৫৩ রান করেন। শেখ খোরশেদ আলম স্মৃতি সংসদ এর অর্ঘ্য ও রনি ২ উইকেট করে লাভ করেন।

 

্রিন্ট

আরও সংবদ