খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১

ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে বৃহত্তর খুলনাবাসীর মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি |
১২:০৫ এ.এম | ২৬ ডিসেম্বর ২০২৪


গল­ামারী নদীর উপর ব্রিজ নির্মাণ কাজ দ্রুত শুরুর দাবিতে আগামী ২৯ ডিসেম্বর সকাল সাড়ে দশটায় গল­ামারী ব্রিজ সংলগ্ন স্থানে বৃহত্তর আমরা খুলনাবাসীর মানববন্ধন সফলের লক্ষ্যে বুধবারসন্ধা সাড়ে ৬টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগরীর অফিস কক্ষে নগর সহ-সভাপতি শেখ, মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  
সভায় মানববন্ধন সফল করার আহŸান জানিয়ে সংহতি জানান এবং উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল­াহ ইমরান, জেলা সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, নগর যুগ্ম-সম্পাদক আবু গালিব, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, আব্দুস সবুর, আব্দুল­াহ আল মামুন, মোঃ ফরহাদ মোল­া, মোস্তাফা আল গালিব, মোঃ রফিকুল ইসলাম, খুলনা ডেভলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান আঃ সালাম শিমুল, বৃহত্তর আমরা খুলনাবাসীর সাধারণ সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, এম এ জলিল, মোঃ সাকিল আহমেদ রাজা, মোঃ ইকবাল হোসেন তোকা, আঃ মান্নান মুন্নাফ প্রমুখ।  
অনুরূপ বিকেল সাড়ে চারটায় নগরীর ময়লাপোতা মোড় ও সাত রাস্তা মোড় রেন্ট এ কার মালিক শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় সৈয়দ বদুউজ্জামান বদুর সভাপতিত্ব সংহতি জানিয়ে বক্তৃতা করেন শেখ কবির হোসেন মোঃ ফয়সাল আহমেদ পিকু, মোঃ কামাল গাজি, মোঃ ফারুক হোসেন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ সৌরব হোসেন, আঃ কাইউম মোঃ কিবরিয়া হোসেন, মোঃ রেজা প্রমুখ।
 

্রিন্ট

আরও সংবদ