খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

পাইকগাছায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

পাইকগাছা প্রতিনিধি |
১২:১১ এ.এম | ২৬ ডিসেম্বর ২০২৪


পাইকগাছা থানা পুলিশ শেখ আব্দুল কুদ্দুস নামে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, গ্রেফতার আসামি আব্দুল কুদ্দুস উপজেলার হরিঢালী ইউনিয়নের মৃত শেখ আনসার আলীর ছেলে। ২০২৪ সালে খুলনা দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। সে এতদিন পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই আলতাফ হোসেন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানান। 

্রিন্ট

আরও সংবদ