খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১

বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ আটক ১৬

বেনাপোল (যশোর) প্রতিনিধি |
১২:১২ এ.এম | ২৬ ডিসেম্বর ২০২৪


অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১৬ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন ধান্যখোলা বিওপি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন।
আটককৃতরা হলেন সাতক্ষীরার আবু সালেক (৩৬), বেল­াল হোসেন (৪১), রফিকুল ইসলাম (২৯), সাকিবুল হাসান (১৭), রাশিদা বেগম (৩৭), রিনা খাতুন (২৭), রাকিবুল ইসলাম (৭), নাজমা খাতুন (৩০), পিরোজপুরের বনানী শিকদার (৩৫), যশোরের শাহিনুর রহমান (৩৫) এবং কুষ্টিয়ার জিহাদ (২৭), মিন্টু (৩৭), রনি (২৮), জনি (৩২), কমল প্রমানিক (২২) ও আসলাম (৩২)।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল­াহ্ সিদ্দিকী জানান, ভালো কাজের আশায় তারা গত ১৮ এবং ২১ মার্চ সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে। পরবর্তী দালালের মাধ্যমে আজ বুধবার ধান্যখোলা সীমান্ত দিয়ে ভারত হতে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে অবৈধ ভাবে অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে ছয়জনকে শার্শা থানায় এবং ১০ জনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল সাইফুল­াহ্ সিদ্দিকী।

্রিন্ট

আরও সংবদ