খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

স্বেচ্ছায় তিন প্রার্থীতা প্রত্যাহার

রূপসা-বাগেরহাট বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির নির্বাচন ২৮ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক |
০১:৩৩ এ.এম | ২৬ ডিসেম্বর ২০২৪


রূপসা-বাগেরহাট বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির নির্বাচনে দুই সহ-সভাপতি এবং উপ-সম্পাদক পদে স্বেচ্ছায় প্রার্থীতা প্রত্যাহার করেছেন তিন প্রার্থী। 
নির্বাচনে সহ-সভাপতি পদে হরিণ মার্কার প্রার্থী মোঃ নাছির উদ্দিন শেখ স্বেচ্ছায় মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বিকাশ মিত্রকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এ ছাড়া সহ-সভাপতি পদে মোরগ প্রতীকের প্রার্থী খান কামরুজ্জামান আনারস প্রতীকের প্রার্থী মিঠু মোল­াকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। অপর দিকে সম্পাদক পদে টিউবওয়েল প্রতীকের প্রার্থী আবুল কামাল ভ‚ঁইয়া ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।  
রূপসা-বাগেরহাট বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির তফশিল অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। 
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার জন্য নিম্নলিখিত তফশীল অনুযায়ী ভোটার তালিকা প্রকাশ, খসড়া ভোটার তালিকা আপত্তি ও নিস্পত্তি, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়ন পত্র যাচাই-বাছাই এবং প্রার্থী তালিকা ও  প্রতীক বরাদ্দ সকল কার্যক্রম সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন হয়েছে। ২৮ ডিসেম্বের সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির পূর্ব রূপসা শাখা কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 
 

্রিন্ট

আরও সংবদ