খুলনা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

কনস্টাস-কোহলির ধাক্কার প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩১১

ক্রীড়া প্রতিবেদক |
০৩:৩৫ পি.এম | ২৬ ডিসেম্বর ২০২৪


মেলবোর্নে আজ থেকে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্ট। প্রথম দিনেই এই ম্যাচ পুরো ক্রিকেট দুনিয়ায় সাড়া ফেলেছে। সিরিজের চতুর্থ ম্যাচ দিয়ে অজিদের হয়ে সাদা পোশাকে অভিষেক হয়েছে ওপেনার স্যাম কনস্টাসের। আর অভিষেকি বাজিমাত করেছেন ১৯ বছরের এই তরুণ, জশপ্রীত বুমরার পরীক্ষা নিয়েছেন, কনস্টাসকে ধাক্কা দিয়ে শাস্তি পেয়েছেন বিরাট কোহলি, অজিদের টপ অর্ডারের চারজনই পেয়েছেন ফিফটির দেখা। অনেক ঘটনার প্রথম দিন শেষে অজিরা পেয়েছে ৬ উইকেটে ৩১১ রানের দেখা।

মেলবোর্নে আজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজিদের অধিনায়ক প্যাট কামিন্স। প্রথম তিন টেস্টে স্বাগতিকদের ওপেনাররা খুব একটা ভালো করতে পারেননি। উদ্বোধনী জুটিতে নতুন সঙ্গী কনস্টাসকে নিয়ে আজ বুমরাদের চ্যালেঞ্জ নিতে নামেন উসমান খাজা। তরুণ এই ওপেনার খেলেছেনও দুর্দান্ত, সেই সঙ্গে খাজাও নিজের ছন্দ খুঁজে পেয়েছেন।

১৯ বছরের কনস্টাস নিজের ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নেমেই বুমরার চ্যালেঞ্জের সামনে পড়েন। প্রথম টেস্টের প্রথম তিন ওভারেই তাকে খেলতে হয়েছে বুমরার বল। তবে বুমরাকে এরপর বেশ ভালোই সামলেছেন তিনি। স্কুপ, রিভার্স স্কুপে বুম্রার পরীক্ষা নিয়েছেন উল্টো।

বুমরার চতুর্থ ওভারে স্কুপ করে কিপারের মাথার ওপর দিয়ে বাউন্ডারির দেখা পান কনস্টাস, পরের বলে অবশ্য রিভার্স স্কুপ করে যে ছক্কা মারেন তিনি। ওই ওভারে ১৪ রান নেন তিনি। নিজের টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বারের মত এক ওভারে ১৪ বা এর বেশি রান দিয়েছেন বুমরা। এমনকি সাদা পোশাকে ৪৪৮৩ বলের মধ্যে প্রথম ছক্কা হজম করতে হয়েছে ভারতীয় এই পেসারকে।

এরপর বুমরার এক ওভারে ১ ছক্কা ও ২ চারে ১৮ রান নিয়েছেন কনস্টাস, ৪৪ টেস্টের ক্যারিয়ারে এবারই প্রথম এক ওভারে এত রান দিয়েছেন বুমরা। বুমরার পরীক্ষা নেয়া কনস্টাস ৫২ বলে ফিফটি করে আউট হন ৬৫ বলে ৬০ রান করে। আউট হওয়ার আগে ম্যাচের ১০ম ওভারে কোহলির ধাক্কাও হজম করতে হয়েছে কনস্টাসকে। এ ঘটনায় ভারতীয় তারকাকে শাস্তিও দিয়েছে আইসিসি।

এদিকে আজ ফিফটির দেখা পেয়েছেন খাজাও। চলমান সিরিজে চতুর্থ টেস্টে এসে প্রথম ফিফটি পেয়েছেন অভিজ্ঞ এই ওপেনার। কুনস্টাসের সঙ্গে ওপেনিং জুটিতে স্কোরবোর্ডে যোগ করেন ৮৯ রান। এরপর মার্নাস লাবুশেনের সঙ্গে তিনি গড়েন ৬৫ রানের জুটি। ১২১ বলে ৫৭ রান করে দলীয় ১৫৪ রানে বুমরার বলে আউট হন খাজা।

এদিকে খাজা ফেরার পর ক্রিজে লাবুশেনের সঙ্গী হন স্টিভ স্মিথ। এ দুজন মিলে গড়েন ৮৩ রানের জুটি। ফিফটির পর লাবুশেন ছিলেন সেঞ্চুরির পথে। তবে ওয়াশিংটন সুন্দরের বলে আউট হয়ে ব্যক্তিগত ৭২ রানেই সাজঘরে ফিরতে হয় তাকে।

এদিকে ভারতের মাথাব্যাথার কারণ হয়ে ওঠা ত্রাভিস হেড আজ ব্যাত হাতে অবদান রাখতে পারেননি। তারকা এই ব্যাটার আউট হয়েছেন ৭ বলেই, রানের খাতাও খুলতে পারেননি তিনি। বুমরার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন তিনি। এরপর মিচেল মার্শ ও অ্যালেক্স ক্যারিও আউট হন দ্রুতই। প্রথম দুই সেশনে দুই উইকেট হারানো অজিরা শেষ সেশনে হারিয়েছে ৪ উইকেট। তবে একপ্রান্তে দ্রুত উইকেট হারালেও অপরপাশে অক্ষত ছিলেন স্মিথ, ১১১ বলে ৬৮ রানে প্রথম দিনের খেলা শেষ করেছেন তিনি। তার সঙ্গে ৮ রানে অপরাজিত আছেন অধিনায়ক কামিন্স।

্রিন্ট

আরও সংবদ