খুলনা | বুধবার | ২২ জানুয়ারী ২০২৫ | ৯ মাঘ ১৪৩১

থার্টিফার্স্ট নাইট নিয়ে বায়তুল মোকাররম খতিবের সতর্ক বার্তা

খবর প্রতিবেদন |
০৩:২৫ পি.এম | ২৯ ডিসেম্বর ২০২৪


থার্টিফার্স্ট নাইট উদযাপন একটি অনর্থক কাজ ও বিভিন্ন গুনাহের উপলক্ষ বলে মুসলমানদের সতর্ক করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক। তিনি বলেন, বিজাতীয় সংস্কৃতিতে জড়ানো ইসলামের শিক্ষা নয়; মুসলমানদের কাজ নয়।

শুক্রবার (২৭ ডিসেম্বর) জুমার বয়ানে তিনি আরও বলেন, ইসলামে প্রত্যেকটা দিন, রাত ও প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। হাদিসে এসেছে, যখন সকাল হয় তখন (আমলের জন্য) সন্ধ্যার অপেক্ষা করো না। আর যখন সন্ধ্যা হয় তখন সকালের অপেক্ষা করো না। তাই ইসলামের নেয়ামত পেয়েও বিধর্মীদের সংস্কৃতি ধার নেওয়া আল্লাহর নেয়ামতের প্রতি অকৃতজ্ঞতা।

মাওলানা আব্দুল মালেক বলেন, থার্টিফার্স্ট নাইট উদযাপন শুধু অমুসলিম সংস্কৃতি হিসেবেই বর্জনীয় নয়, এটি অপচয়েরও মাধ্যম। তাছাড়া আতশবাজি ও পটকার প্রচণ্ড শব্দে রোগীরা কষ্ট পায়, বাসাবাড়িতে বয়স্ক এবং শিশুরা কষ্ট পায়। সাম্প্রতিক সময়ে নারী ও শিশুদের মৃত্যুর ঘটনাও ঘটেছে। তাই সার্বিক কল্যাণ বিবেচনায় রাষ্ট্রের উচিত আইন করে থার্টি ফার্স্ট নাইট উদযাপন নিষিদ্ধ করা।

রাষ্ট্রের দায়িত্বশীলদের সম্পর্কে তিনি বলেন, যদি রাষ্ট্র ও সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের দ্বীনের সঠিক জ্ঞান থাকে, তাহলে তারা সবসময় শুধু জনগণের আগ্রহ ও চাওয়াকেই প্রাধান্য দিবে না; বরং তাদের প্রয়োজন ও উপকারকে প্রাধান্য দিবে। মানুষ যা করতে চায় তাই করতে দিলে দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা তৈরি হবে।

নববর্ষ পালনের অসারতা সম্পর্কে তিনি বলেন, পুরনো বছরের হিসাব ও নতুন বছরের পরিকল্পনা সাজানোর জন্য অনেকে নববর্ষ উদযাপনের কথা বলেন। এই কথাটি শুনতে ভালো লাগলেও বাস্তবে ভিত্তিহীন। তিনি বলেন, মুমিনের জীবনের মূল্যায়ন বছরভিত্তিক নয়; দিনভিত্তিক। এজন্য আরবিতে দিন এবং রাতকে নতুন বলে অভিহিত করা হয়েছে। যেই দিন ও রাত চলে গেছে তা আর কখনো ফিরবে না। তাই প্রতিটি দিন এবং প্রতিটি রাতকেই মূল্যায়ন করতে হবে।

মাওলানা আবদুল মালেক বলেন, আমরা সময়কে সবচেয়ে বেশি অবহেলা করি। একসময় চুল দাড়িতে পাক ধরে। চুল ও দাড়ি সাদা হওয়া জীবনের শেষপ্রান্তে উপনীত হওয়ার নিদর্শন। কিন্তু তা একদিনেই ঘটে না। আমাদেরকে সময়ের মূল্য দিতে হবে এবং আল্লাহ তাআলা জীবনের যে নেয়ামত দিয়েছেন, তার যথাযথ হক আদায় করতে হবে।

আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ রাত ও দিনকে সৃষ্টি করেছেন মানুষের শিক্ষা গ্রহণ এবং আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। হাদিসের শিক্ষা হলো, প্রতিদিন সকাল সন্ধ্যায় দোয়া পাঠ করা। সকাল সন্ধ্যার দোয়ার সারমর্ম হচ্ছে, আল্লাহর প্রতি আত্মনিবেদন এবং এবং তার হুকুম অনুযায়ী জীবন যাপন করা। 

্রিন্ট

আরও সংবদ