খুলনা | বৃহস্পতিবার | ০২ জানুয়ারী ২০২৫ | ১৯ পৌষ ১৪৩১

নায়িকার গাড়ি পিষে দিল শ্রমিককে

খবর বিনোদন |
০৩:৩৬ পি.এম | ২৯ ডিসেম্বর ২০২৪


সড়ক দুর্ঘটনার দাপটে নাকাল পথচারী থেকে পথের ধারের খেটে খাওয়া মানুষ। যখন তখন যে কারও ওপর হামলে পড়ে যমদূত হয়ে। এবার এক চিত্রনায়িকার গাড়ির নিয়ে পড়ে প্রাণ গেল শ্রমিকের।

জনপ্রিয় মারাঠি অভিনেত্রী উর্মিলা কোঠারের গাড়ি পিষে দিয়েছে মেট্রো শ্রমিককে। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের কান্দিভালি এলাকায়।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার সিনেমার শুটিং থেকে ফিরছিলেন উর্মিলা। গাড়ি চালাচ্ছিলেন তার ড্রাইভার। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ির গতি খুবই বেশি ছিল। আচমকা নিয়ন্ত্রণ হারায়। কান্দিভালির যে জায়গায় দুর্ঘটনা ঘটে সেখানে মেট্রোর কাজ চলছিল। একাধিক শ্রমিক কাজ করছিলেন। তাদের মধ্যেই একজনের মৃত্যু হয়। আরেকজন গুরুতর আহত।

আহত শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়। উর্মিলা ও তার ড্রাইভারেরও চোট লেগেছে, তবে তাদের চোট গুরুতর নয়। গাড়িতে এয়ারব্যাগ থাকায় অনেকটাই রক্ষা পেয়েছেন। ছেন। এরইমধ্যে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

মারাঠি সিনেমার প্রিয়মুখ ঊর্মিলা। তিনি চলচ্চিত্রে যাত্রা শুরু করেন ২০০৬ সালে ‘শুভমঙ্গল সাবধান’ সিনেমার মাধ্যমে। এরপর একাধিক সিনেমায় অভিনয় করেছেন। দেখা গেছে সিরিয়াল ও সিরিজেও। 

্রিন্ট

আরও সংবদ